• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম দিনেই মাঠে নামছে বার্সা-লিভারপুল


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১৭, ২০১৯, ০১:৩৬ পিএম
চ্যাম্পিয়ন্স লিগের প্রথম দিনেই মাঠে নামছে বার্সা-লিভারপুল

ঢাকা : উয়েফা চ্যাম্পিয়নস লিগের ২০১৯-২০২০ মৌসুমের খেলা মাঠে গড়াচ্ছে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে।

উদ্বোধনী দিনেই থাকছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল এবং নাপোলির ম্যাচ। সেই সাথে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা আর গেলবারের সেমি ফাইনালিস্ট আয়াক্সের ম্যাচও। চ্যাম্পিয়নস লিগে এবারের মৌসুমের প্রথম ম্যাচ ডে’তে থাকছে মোট আটটি ম্যাচ।

অলিম্পিক লিও এবং জেনিতের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে, একই সময়ে থাকছে ইন্টার মিলান এবং স্লাভিয়া প্রাগের মধ্যকার ম্যাচও। দু’টি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত ১০টা ৫৫ মিনিটে।

আর বুধবার রাত একটা থেকে শুরু হবে এবারের আসরের প্রথম দিনের আরও ছয়টি ম্যাচ। এর মধ্যে রয়েছে গেলবারের চ্যাম্পিয়ন দল লিভারপুল আর সেই সাথে আরও রয়েছে দুই সেমি ফাইনালিস্ট আয়াক্স এবং বার্সেলোনার ম্যাচও। কেবল চ্যাম্পিয়নস লিগের গেল মৌসুমের সেমি ফাইনালিস্ট কিংবা চ্যাম্পিয়নদের ম্যাচই নয়, আরও রয়েছে ইংলিশ লিগের বড় দল চেলসি আর স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার মধ্যকার ম্যাচও।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের মৌসুমের প্রথম দিনেই এমন সব হাই ভোল্টেজ ম্যাচের দিকে তাকিয়ে আছে দর্শক সমর্থকরা। বর্তমান শিরোপাধারী লিভারপুল রাত একটায় ইতালির স্তাদিও সান পাওলোর মাঠে লড়বে নাপোলির বিপক্ষে। আয়াক্স ঘরের মাঠে আতিথ্য দেবে লিলেকে। চেলসির বিপক্ষে স্টামফোর্ড ব্রিজে খেলবে ভ্যালেন্সিয়া। আর দীর্ঘ চোট কাঁটিয়ে দলের সাথে ট্রেনিংয়ে ফেরা লিওনেল মেসির দল বার্সেলোনা খেলবে বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে।

ইতিহাসে প্রথমবারের মতো ডর্টমুন্ডের বিপক্ষে খেলতে নামবে বার্সেলোনা। এর আগে কখনোই বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে সিগন্যাল ইদুনা পার্কে মুখোমুখি হয়নি বার্সা।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!