• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ছদ্মবেশ ধরা ডিসির কাছে ঘুষ চেয়ে ভূমি কর্মকর্তা বরখাস্ত


সাতক্ষীরা প্রতিনিধি অক্টোবর ১৭, ২০১৯, ০৮:৫৪ পিএম
ছদ্মবেশ ধরা ডিসির কাছে ঘুষ চেয়ে ভূমি কর্মকর্তা বরখাস্ত

সাতক্ষীরা: ঘুষ খাবেন না শপথ নেয়ার একসপ্তাহের মধ্যেই ঘুষ খেয়ে বরখাস্ত হয়েছেন ভূমি কর্মকর্তা মো. মোকলেস আলী। এমন ঘটনা সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন ভূমি অফিসে।

জানা গেছে, জমির নামজারি করতে আসা এক ভুক্তভোগীর নিকট থেকে সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা ঘুষ দাবি করার অভিযোগে ভূমি কর্মকর্তা মো. মোকলেস আলীকে বরখাস্ত করা হয়েছে। ভুক্তভোগীর বড় ভাই সেজে ওই সময় সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) এসএম মোস্তফা কামাল ঘুষ চাওয়ার প্রমাণ পেয়ে তাৎক্ষণিক তাকে সাময়িকভাবে বরখাস্তের নির্দেশ দেন।

খোঁজ খবর নিয়ে জানা যায়, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে ফাহাদ হোসেন নামে এক সাংবাদিক তাদের জমির নাম জারি করতে ধুলিহর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি কর্মকর্তা মো. মোকলেস আলীর নিকট যান। এ সময় তার নিকট সরকার নির্ধারিত ফি ১১৭০ টাকার স্থলে পাঁচ হাজার টাকা দাবি করেন।

অনেক দেন দরবার করলেও পাঁচ হাজারের এক টাকা কম হলেও কাজ হবে না বলে তাদের জানিয়ে দেন ওই ভূমি কর্মকর্তা এবং জুয়েল নামে এক দালালকে দেখিয়ে দেন তিনি। তাৎক্ষনিক অতিরিক্ত টাকা ঘুষ নেওয়ার বিষয়টি জেলা প্রশাসককে জানান ওই সাংবাদিক। জেলা প্রশাসক তাকে তার বড় ভাই পরিচয়ে ওই কর্মকর্তার সাথে কথা বলিয়ে দিতে বলেন।

এ সময় ওই ভুক্তভোগী সাংবাদিক ধুলিহর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোকলেস আলীর কাছে নিজের ফোনটি দিয়ে বলেন, আমার বড় ভাই আপনার সাথে একটু কথা বলবেন। এ সময় জেলা প্রশাসক নিজেকে বড় ভাই পরিচয় দিয়ে এক হাজার টাকা কম নিতে বলেন। উত্তরে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোকলেস আলী বলেন, ঠিক আছে দেখব।

এর পরপরই সেখানে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামানকে পাঠিয়ে দেন জেলা প্রশাসক।

সেখানে গিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় এবং ভূমি অফিসে বিভিন্ন কাজে আসা মানুষের সাথে কথা বলে নিয়মিত ঘুষ গ্রহণের বিষয়টি সম্পর্কে নিশ্চিত হন তিনি।

পরে বিকেলে ধুলিহর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোকলেস আলীকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ দেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর সাতক্ষীরা রাজস্ব প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের শপথ বাক্য পাঠ করিয়ে জেলা প্রশাসনকে দুর্নীতিমুক্ত ঘোষণা করেন জেলা প্রশাসক (ডিসি) এসএম মোস্তফা কামাল।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!