• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছবিতে ট্রাম্পের শপথের আদ্যোপান্ত


নিউজ ডেস্ক জানুয়ারি ২১, ২০১৭, ০৪:৩৩ পিএম
ছবিতে ট্রাম্পের শপথের আদ্যোপান্ত

ঢাকা: বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন আলোচিত-সমালোচিত ডোনাল্ড ট্রাম্প। তার শপথকে ঘিরে ঘটেছে নানা ঘটনা। কোথাও তার বিরুদ্ধে হয়েছে বিক্ষোভের পাশাপাশি সংঘর্ষ। আর কোথাও আনন্দ র‌্যালি। সোনালীনিউজ ডটকমের পাঠকদের জন্য সেসব ঘটনা নিয়েই এবার আমাদের আয়োজন। চলুন ছবিতে দেখা যাক সেসব ঘটনার খণ্ড চিত্র।

শপথ পড়ছেন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সংবিধান ধরে আছেন ফার্স্ট লেডি মিলেনিয়া ট্রাম্প।

তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিলো। সেই বৃষ্টি উপেক্ষা করেই দর্শক সারিতে বসে ট্রাম্পের শপথ অনুষ্ঠান দেখছিলেন সদ্য বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা।

শুক্রবার সন্ধ্যায় ক্যাপিটাল হিলে ট্রাম্প যখন শপথ গ্রহণ করছেন, তখন বাহিরে ও বিভিন্ন শহরে বড়সড়ো বিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভে ৬ পুলিশসহ প্রায় অর্ধশত বিক্ষোভকারী আহত হয়। গ্রেপ্তার হয় প্রায় ২১৭ জন।

ট্রাম্পের শপথ গ্রহণকে কেন্দ্র করে দেশটির বিভিন্ন প্রদেশ থেকে ওয়াশিংটনের ক্যাপিটাল হিলে হাজার হাজার সমর্থক এসে জড়ো হয়। 

শপথ শেষে সমর্থকদের উদ্দেশ্যে হাত উঁচিয়ে অভিবাদন জানাচ্ছেন রিয়েল এ্যাস্টেট মোঘল ধনকুবের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শপথ গ্রহণের পর পরিবারের লোকজনদের সাথে সৌজন্যতা দেখাচ্ছেন।

বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে কোলাকুলি করছেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের শপথ শেষে উল্লাসে ফেঁটে পড়ে তার সমর্থকরা।

শপথের পর উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে হাত উঁচিয়ে অভিবাদন জানাচ্ছেন ট্রাম্প। সঙ্গে স্ত্রী ও কন্যা।

শপথ অনুষ্ঠানে অতিথিদের জন্য ভোজের আয়োজন।

যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রোম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিলারী ক্লিনটন।

অনুষ্ঠানে ট্রাম্পের মেয়েদের সঙ্গে দেখা করছেন যুক্তরাষ্ট্রের অত্যন্ত জনপ্রিয় বিদায়ী ফার্স্ট লেডি মিশেল ওবামা।

শপথ গ্রহণ অনুষ্ঠানের বাইরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ

দুই প্রেসিডেন্ট ও দুই ফার্স্ট লেডি যেখানে এক জায়গায়।

অনুষ্ঠানে ট্রাম্প কন্যাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করছেন হেলারি ও বিল ক্লিনটন।

শপথ গ্রহণ অনুষ্ঠানের কোন এক সময় নতুন ফার্স্ট লেডিকে কিছু পরামর্শ দিচ্ছেন বিদায়ী ফার্স্ট লেডি মিশেল ওবামা।

শপথের পর সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শপথ অনুষ্ঠানে দুই প্রেসিডেন্ট ও দুই ফাস্ট লেডি এক সঙ্গে।

বিক্ষোভে আহত এক নারীকে সেবা দিচ্ছেন তার সহযোগী বিক্ষোভকারী।

অনুষ্ঠান শেষে বেরিয়ে যাচ্ছেন হিলারী ও তার স্বামী বিল ক্লিনটন।

শপথ অনুষ্ঠান শেষে রাষ্ট্রীয় প্রটোকলে বেরিয়ে যাচ্ছেন নতুন ফার্স্ট লেডি মিলেনিয়া ট্রাম্প।

ক্যাপিটাল হিল থেকে বেরিয়ে যাচ্ছেন সদ্য বিদায়ী ফার্স্ট লেডি মিশেল ওবামা।

হোয়াইট হাউজের বারান্দায় দীর্ঘ আট বছরের স্মৃতির কথা স্বরণ করছেন ওবামা-মিশেল।

হোয়াইট হাউজ থেকে বেরিয়ে যাওয়ার আগে মেয়ে শাসাকে সান্তানা দিচ্ছেন মিশেল।

 

ট্রাম্প-মিলিনিয়া শ্বেত প্রাসাদের সিঁড়িতে।

ওবামাকে বিমানে উঠিয়ে দিয়ে ফিরছেন ট্রাম্প-মিলিনিয়া।

ওবামা পরিবারকে নিয়ে উড়াল দিলো হেলিকপ্টার।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!