• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছাত্রদল নেতাকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রলীগ


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২৫, ২০১৮, ১০:৫৪ পিএম
ছাত্রদল নেতাকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রলীগ

ঢাকা: ক্যাম্পাস অস্থিতিশীল করার পরিকল্পনার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এক ছাত্রদল নেতাকে পিটিয়ে পুলিশে দিয়েছে ছাত্রলীগ।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে তাকে মারধর করা হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের মাধ্যমে শাহবাগ থানায় তাকে সোপর্দ করা হয়েছে।

ওই ছাত্রদল নেতা হলেন ২০১০-১১ সেশনের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ও হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলিমুজ্জামান বাবু।

মঙ্গলবার ব্যক্তিগত কাজে হলে এলে ছাত্রলীগ তার ওপর হামলা চালায় বলে ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়।

এ বিষয়ে হল ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান বলেন, ওই ছাত্রদল নেতা ক্যাম্পাস অস্থিতিশীল করার পরিকল্পনা নিয়ে হলে এসেছিল। বিষয়টি জানতে পেরে তাকে ধরলে এর প্রমাণ পাই। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের হাতে তাকে তুলে দিয়েছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, সে একজন বহিরাগত। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে হলের মধ্যে কিছু একটা করার চেষ্টা করছিল। তাকে জিজ্ঞাসাবাদের জন্য শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!