• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছাত্রদলকে অযোগ্য ঘোষণার দাবি মুক্তিযোদ্ধা সন্তানদের


ঢাবি প্রতিবেদক ফেব্রুয়ারি ২০, ২০১৯, ০১:১০ পিএম
ছাত্রদলকে অযোগ্য ঘোষণার দাবি মুক্তিযোদ্ধা সন্তানদের

ঢাকা : আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলকে নির্বাচনে অযোগ্য ঘোষণাসহ চার দফা দাবিতে বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম পরিষদ।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ভিসি লাউঞ্জে গিয়ে তারা এই স্মারকলিপি দেন।

চারদফা দাবি: ১. ডাকসু নির্বাচনে প্রতিটি হল সংসদে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদ সংযোজন করা।

২. ছাত্র শিবিরকে নিয়ে মধুর ক্যান্টিনে প্রবেশ করায় ছাত্রদলকে ডাকসু নির্বাচনে অযোগ্য ঘোষণা।

৩. ‘কোটা সংস্কার চাই’ নামক ফেসবুক গ্রুপে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, ঢাবি উপাচার্যকে কটুক্তি ও অবমাননা করার অপরাধে অ্যাডমিন ও মডারেটরদের ভর্তি বাতিল করে দ্রুত আইনের আওতায় এনে বিচার করা।

৪. উপাচার্যের বাসভবনে হামলাকারী ও উস্কানীদাতাদের আইনের আওতায় আনা।

এদিকে, মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম পরিষদের স্মারকলিপি গ্রহণ করেন উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। এসময় তিনি তাদের দাবিগুলো বিবেচনা করে দেখবেন বলে আশ্বাস দেন। স্মারকলিপি পড়ে শোনান পরিষদের সাধারণ সম্পাদক আল মামুন। এসময় পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!