• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৯, ২০১৯, ০৯:১৫ এএম
ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলের ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। এ মাধ্যমে নির্বাচনে ছাত্রদলের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফজলুর রহমান খোকন। সাধারণ সম্পাদক পদে জয় লাভ করেছেন ইকবাল হোসেন শ্যামল।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভোররাত ৫টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে ফজলুর রহমান খোকন ১৮৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী রওনুকুল ইসলাম শ্রাবন ভোট পান ১৭৮টি। সাধারণ সম্পাদক পদে ইকবাল হোসেন শ্যামল ভোট পান ১৩৯টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকিরুল ইসলাম জাকির ভোট পান ৭৬টি।

এ বিষয়ে মির্জা আব্বাস বলেন, বিএনপির পক্ষ থেকে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এদেরকে সাথে নিয়ে আগামীতে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে এগিয়ে যাব। 

এসময় আরও উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ডাকসুর সাবেক জিএস বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছাত্রদলের সাবেক সভাপতি (১৯৯৬-৯৮) বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক (২০০২) বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক (২০০৫-২০০৯) স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক (২০০৯-১২) বিএনপির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, ছাত্রদলের সাবেক সভাপতি (২০১৪-২০১৯) বিএনপির নির্বাহী কমিটির সদস্য রাজিব আহসান।

এর আগে নয়াপল্টনে সংগঠনটির কেন্দ্রীয় অফিসে বিদ্যুত না থাকায় ভোট গ্রহণের স্থান পরিবর্তন করা হয়। পরে বুধবার রাত পৌনে ৯টায় রাজধানীর শাহাজানপুরে মির্জা আব্বাসের বাসায় ছাত্রদলের ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলের ভোটগ্রহণ শুরু হয় যা চলে রাত ১২টা ২০ পর্যন্ত। ছাত্রদলের নেতৃত্ব দীর্ঘদিন পর ভোটের মাধ্যমে নির্ধারিত হলো। সর্বশেষ ১৯৯২ সালের ভোটে রুহুল কবির রিজভী সভাপতি ও এম ইলিয়াস আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!