• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ছাত্রফ্রন্টের জবি সংসদের সভাপতি মুন্না সাধারণ সম্পাদক তানজিম


জবি প্রতিনিধি ফেব্রুয়ারি ১৫, ২০১৯, ০৩:৪৪ পিএম
ছাত্রফ্রন্টের জবি সংসদের সভাপতি মুন্না সাধারণ সম্পাদক তানজিম

জবি : সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সংসদের ৫ম সম্মেলন ও ১৪তম আবর্তনের নবীনবরণ অনুষ্ঠানে ভূগোল ও পরিবেশ বিভাগের (১১তম ব্যাচ) শিক্ষার্থী মোনায়েম হোসেন মুন্নাকে সভাপতি ও ফিন্যান্স বিভাগের (১১তম ব্যাচ)  শিক্ষার্থী তানজিম সাকিবকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড রাজেকুজ্জামান। এ ছাডা ও উদ্বোধনী বক্তব্যে নাসির উদ্দিন প্রিন্স বলেন, ‘সারাদেশে মতপ্রকাশ, গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্কট, বাণিজ্যিকিকরণ এবং বেসরকারিকরণের বিরুদ্ধে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট  লড়াই করে যাবে।

সমাবেশে সভাপতির বক্তব্যে সদ্য বিদায়ী সভাপতি এম এম মুজাহিদ অনিক বলেন, ‘সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট আগামীতে ও অতীতের মতো হল উদ্ধার আন্দোলন, ২৭ এর ৪ ধারা বাতিলের মতো আন্দোলন করে শিক্ষার্থীদের পাশে থাকবে। এ ছাড়াও বক্তব্য রাখেন দর্শন বিভাগের শিক্ষক সিত্তুল মুনা হাসান।

বিকেল ৩টায় জবির কেন্দ্রীয় মিলনায়তনে বটতলার সাড়া জাগানো নাটক “ক্রাচের কর্নেল” প্রদর্শন করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!