• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ছাত্রলীগ নেত্রী দিশাকে অপহরণ চেষ্টাকারী সেই ‘মন্ত্রী’ আটক!


চট্টগ্রাম ব্যুরো মে ২১, ২০১৯, ০৫:৩৫ পিএম
ছাত্রলীগ নেত্রী দিশাকে অপহরণ চেষ্টাকারী সেই ‘মন্ত্রী’ আটক!

চট্টগ্রাম: শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলের নাম ভাঙ্গিয়ে ছাত্রলীগ নেত্রীকে অপহরণের চেষ্টাকারী সেই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম- ওসমান (২৬)। সে পেশায় একজন প্রতারক।

সোমবার (২০ মে) রাতে চট্টগ্রাম নগরীর ডবলমুড়িং থানার দক্ষিণ পাহাড়তলীর বারো কোয়াটার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুইটি মোবাইল সিম উদ্ধার করা হয়।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) শাহ মোহাম্মদ আব্দুর রউফ বলেন, ওসমানকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মোহাম্মদ ইরফান নামে আইডি খোলে ওসমান। ফেসবুকেই সে সরকারি বদরুন্নেসা মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিমার সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে। রিমার কাছে নিজের পরিচয় দেয় উপমন্ত্রী নওফেলের ছোট ভাই সালেহীন হিসেবে।

অতিরিক্ত উপকমিশনার জানান, এর মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারি হয়। তাতে আহত হন রোকেয়া হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্রাবণী দিশা। ওই সময় রিমার মাধ্যমে শ্রাবণী দিশার মোবাইল নম্বর সংগ্রহ করে ওসমান। নম্বর নিয়ে দিশাকে ফোনও দেয় সে। এ সময় সে নিজেকে উপমন্ত্রী নওফেল বলে দাবি করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়ার কথা বলে।

তিনি বলেন, ওসমানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত শনিবার ছাত্রলীগ নেত্রী শ্রাবণী দিশাকে বাসায় গিয়ে অপহরণের চেষ্টা করা হয়। আর এর পেছনে রিমাকে দায়ী করে দিশা। পরে নিজের নিরাপত্তা চেয়ে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি। সোমবার (২০ মে) সংবাদ সম্মেলনও করেন তিনি।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!