• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছাদ ধসে স্কুলছাত্রী নিহতের ঘটনায় কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৭, ২০১৯, ০২:৪৮ পিএম
ছাদ ধসে স্কুলছাত্রী নিহতের ঘটনায় কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

বরগুনা: জেলার তালতলী উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ধসে স্কুলছাত্রী নিহতের ঘটনায় এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রোববার (৭ এপ্রিল) দুপুরের দিকে এ রিট দায়ের করা হয়।

নিহত ওই স্কুলছাত্রীর নাম মানসুরা (৮)। সে তালতলীর ছোটবগি পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক ছাত্রী ছিল।

গতকাল শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ক্লাস চলাকালে হঠাৎ ছাদের বিম ধসে শিক্ষার্থীদের ওপর পড়ে ১১ জন আহত হয়। তাদের হাসপাতালে নেওয়ার পথে মানসুরা মারা যায়। নিহত মানসুরা উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের গেন্ডামারা গ্রামের নজির হোসেন তালুকদারের মেয়ে।

ছোটবগি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাকেরিন জাহান বলেন, তিন কক্ষের একতলা বিদ্যালয় ভবনটি ২০০২ সালে নির্মাণ করা হয়। ভবনটি নির্মাণ করেন বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মতিয়ার রহমান তালুকদারের ভাগ্নে সেতু এন্টারপ্রাইজের মালিক আবদুল্লাহ আল মামুন। ভবনটি নির্মাণের এক বছরের মধ্যেই গ্রেড বিমে ফাটল ধরেছিল।

বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমএম মিজানুর রহমান বলেন, ভবনের ছাদের বিম ধসে আহত শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, মানসুরার মরদেহ আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আহতরাও ভর্তি আছে, তবে তারা অনেকটা আশঙ্কামুক্ত।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!