• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছেলে অর্জুনকে সুযোগ কাজে লাগাতে বললেন টেন্ডুলকার


ক্রীড়া ডেস্ক মার্চ ২০, ২০১৯, ০৩:০৫ পিএম
ছেলে অর্জুনকে সুযোগ কাজে লাগাতে বললেন টেন্ডুলকার

ছবি: সংগৃহীত

ঢাকা: বিখ্যাত বাবার সন্তান বলে ইতিমধ্যেই তিনিও বিখ্যাত হয়ে গেছেন। অনূর্ধ্ব-১৯ মুম্বাই দলের হয়ে অভিষেক হয়ে গেছে তাঁর। অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের হয়ে দুটি টেস্টও খেলেছেন। এবার ‘টি-টোয়েন্টি মুম্বাই’ ক্রিকেট লিগের হয়ে সিনিয়রদের মঞ্চে পা রাখতে চলেছেন অর্জুন টেন্ডুলকার। এখন আর বলে দিতে হবে না তিনি কার ছেলে!  

কিন্তু সিনিয়র ক্রিকেটে পা রাখার জন্য টি-টোয়েন্টি কি আদর্শ মঞ্চ হতে পারে? বাবা শচীন টেন্ডুলকার বলছেন, ‘খেলায় কিছুই আগাম ধরে নেওয়া যায় না। যখন যে সুযোগটা আসবে, কাজে লাগাতে হবে। নিজের সেরাটা দিতে হবে।’ সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে টেন্ডুলকার বলেন, ‘এই টি-টোয়েন্টি ক্রিকেট এমন একটা মঞ্চ, যেখানে লোকে আপনাকে দেখবে। এই মঞ্চে ভালো খেলতে পারলে দারুণ জায়গায় পৌঁছানো যায়।’

পাশাপাশি টেন্ডুলকার ছেলেকে এটাও মনে করিয়ে দিতে চান, একটা ব্যর্থতা স্বপ্নকে শেষ করে দেয় না। সব সময় একটা ‘আগামিকাল’ থাকে, যেখানে আরও শক্তিশালী হয়ে ফেরা যায়। তাঁর ভাষায়, ‘ক্রিকেটের প্রতি আবেগ, ভালবাসা যদি একই রকম থাকে, তা হলে সাফল্য-ব্যর্থতা আমার কাছে বড় হবে না। ক্রিকেটে উত্থান-পতন থাকে। কিন্তু রোজ সকালে উঠে স্বপ্নের পেছনে ছোটার কারণ খুঁজে নিতে হবে অর্জুনকে। স্বপ্নটা হলো ক্রিকেট খেলা আর বিশেষ কিছু করতে পারা।’

ছেলের কথা বলতে গিয়ে নিজের ছোটবেলায় ফিরে গিয়েছেন শচীন। তুলে এনেছেন তাঁর বাবা রমেশ টেন্ডুলকারের উদাহরণ। তিনি বলেন, ‘বাবা এক বার আমাকে বলেছিলেন, ‘যদি তুমি কোনো শর্টকাট অবলম্বন না করো, তা হলে ফল পাবেই।’ আমিও অর্জুনকে সে পরামর্শই দেব। বাকি কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই।’

অর্জুনকে নিয়ে আরো একটা কথা বলছেন শচীন। ছেলেকে বলবেন, ‘মাঠে নামো আর যে কাজটা তুমি সব চেয়ে ভাল পারো, সেটা করো। ও যদি সবার কাছে ভালো এক জন সতীর্থ, এক জন ভালো মানুষ হয়ে ওঠে, সেটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!