• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ছেলে সাদসহ ষোলোজনকে পদ দিলেন রওশন এরশাদ


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৬, ২০২০, ০৩:০২ পিএম
ছেলে সাদসহ ষোলোজনকে পদ দিলেন রওশন এরশাদ

ঢাকা : জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ তার ছেলে সাদ এরশাদসহ ১৬ জনকে বিভিন্ন পদ দিয়েছেন।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে জাতীয় পার্টির প্যাডে তার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে রওশন এরশাদ বলেন, সম্মেলনে অর্পিত দায়িত্ব ও প্রদত্ত ক্ষমতাবলে সংগঠনের কার্যক্রম গতিশীল করার স্বার্থে এই পদায়ন করা হলো। তবে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের কার্যালয়ে বিবৃতিতে এ পদোন্নতিকে বিভ্রান্তিকর আখ্যা দিয়ে তা প্রচার না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে দুইজনকে কো-চেয়ারম্যান এবং ১০ জনকে প্রেসিডিয়াম সদস্য, দুইজনকে ভাইস চেয়ারম্যান এবং দুইজনকে যুগ্ম মহাসচিব করা হয়েছে। রওশন এরশাদ তার ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ ও দলের পুরনো নেতা এম এ ছাত্তারকে কো-চেয়ারম্যান করেন।

এ ছাড়া ১১ জনকে দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী পর্ষদ প্রেসিডিয়ামে অন্তর্ভুক্ত করেন।

তারা হলেন- দেলোয়ার হোসেন খান, খালেদ আখতার, ইকবাল হোসেন (রাজু), নূরে হাসনা লিলি চৌধুরী, রওশন আরা মান্নান, ফকরুজ্জামান জাহাঙ্গীর, কাজী মামুন, মাহজাবিন মুর্শেদ, নুরুল ইসলাম (নুরু), নুরুল ইসলাম (ওমর) ও আরিফুর রহমান খান।

এর বাইরে আমানত হোসেন ও মো. ইয়াহিয়াকে ভাইস চেয়ারম্যান এবং জসিম উদ্দিন ভূঁইয়া ও মো. রেজাউল করিমকে যুগ্ম মহাসচিব নিযুক্ত করা হয়। এই মনোনয়ন ও সাংগঠনিক নির্দেশ অনতিবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!