• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ছেলেদের লেখাপড়া করতে বললেন প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৭, ২০১৯, ১০:৪৭ এএম
ছেলেদের লেখাপড়া করতে বললেন প্রধানমন্ত্রী

জেন্ডার সমতা আনার জন্য লেখাপড়ায় ছেলেদের এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘সবচেয়ে যেটা লক্ষ্যণীয় সব জায়গায় মেয়েদের সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে। ছেলেদের সংখ্যা তুলনামূলকভাবে কম। ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার বেশি হওয়ায় প্রধানমন্ত্রী জেন্ডার সমতা আনার জন্য ছেলের লেখাপড়ার উপর গুরুত্বারোপ করেন। এজন্য ছেলেদের শিক্ষার প্রতি আরো মনোযোগী হতে হবে। 

প্রধানমন্ত্রী বলেন, আমরা কারিগরী শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছি। এজন্য আমরা বিজ্ঞান শিক্ষার উপর গুরুত্বারোপ করি। 

এসময় প্রধানমন্ত্রী ৫৫ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করায় সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।
 

Wordbridge School
Link copied!