• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জঙ্গি আস্তানায় সেনাবাহিনীর প্যারা-কমান্ডো


নিজস্ব প্রতিবেদক, সিলেট মার্চ ২৪, ২০১৭, ০৮:৪৩ পিএম
জঙ্গি আস্তানায় সেনাবাহিনীর প্যারা-কমান্ডো

সিলেট: সিলেট নগরীর দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানার সামনে অবস্থান নিয়েছে সেনাবাহিনীর প্যারা-কমান্ডোর ১০-১২ জন সদস্য। তবে কখন অভিযান শুরু করবে তা এখনও বলতে পারেনি পুলিশ।

শুক্রবার (২৪ মার্চ) রাত সাড়ে ৭টার পরে তারা এসে সেখানে অবস্থান নেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া প্রেস ব্রিফিংয়ে বলেছেন, ‘জঙ্গিরা যেন পালিয়ে যেতে না পারে সেজন্য সেনাবাহিনীকে আনা হয়েছে। এই অভিযানে তাদের কাছ থেকে সার্বিক সহযোগিতা নিতে চাই। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। আমরা সব প্রস্তুতি সম্পন্ন করছি। তবে কখন অভিযান শুরু করবো তা এখনই বলতে পারছি না।’

এর আগে বিকাল ৩টা ৫০ মিনিট থেকে ঢাকা থেকে গিয়ে আতিয়া মহলকে ঘিরে রেখেছে সোয়াত টিমের সদস্যরা। ইতোমধ্যে তারা বাড়িটির চারপাশ ঘুরে দেখেন। সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা সাংবাদিকদের বলেন, ‘সব প্রস্তুতি নেয়া হয়েছে। আমরা রাতের যে কোনও সময় অভিযান শুরু করবো।’

প্রসঙ্গত, শুক্রবার সকাল ৮টার দিকে আতিয়া মহল বাড়ির ভেতর থেকে বাইরের দিকে গ্রেনেড ছোড়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এরপর ওই বাসার আশপাশের সব বাড়ি খালি করা হয়েছে। তবে নিচতলায় জঙ্গিরা অবস্থান করায় বাড়িটি খালি করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!