• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জঙ্গি সংগঠন আল-কায়েদার উত্তর আফ্রিকা প্রধান নিহত


আন্তর্জাতিক ডেস্ক জুন ৬, ২০২০, ১১:৫৪ এএম
জঙ্গি সংগঠন আল-কায়েদার উত্তর আফ্রিকা প্রধান নিহত

ঢাকা: মালিতে এক অভিযানে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আল কায়েদার উত্তর আফ্রিকা প্রধান আবদেল মালেক দ্রুকদেল নিহত হয়েছেন। 

বুধবার মালির উত্তরাঞ্চলে চালানো এক অভিযানে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফ্রান্স। খবর বিবিসি

এই সেনা অভিযানে আবদেল মালিক ছাড়াও তার ঘনিষ্ঠ কয়েকজনও নিহত হয়েছে বলে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী ফ্লোরেন্স পারলে।

তিনি বলেন, মালিতে মে মাসে ফ্রান্সের সেনারা আরেক অভিযানে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ঊর্ধ্বতন এক কমান্ডারকেও আটক করেছিল।

পারলে বলেন, বুধবারের ‘দুঃসাহসিক অভিযান’ আফ্রিকার জঙ্গিদের জন্য বড় ধরনের আঘাত। সাহেল অঞ্চলের অংশীদারদের সহযোগিতায় আমাদের বাহিনী জঙ্গিদের নিরলসভাবে তাড়িয়ে বেড়াবে।

দ্রুকদেল আল-কায়েদা ইন দ্য ইসলামিক মাগরেবের (একিউআইএম) প্রধান ছাড়াও জঙ্গিগোষ্ঠীটির সাহেল অঞ্চলে ক্রিয়াশীল শাখা জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিনিরেরও (জেএনআইএম) দায়িত্বে ছিলেন।

তার নেতৃত্বে একিউআইএম তিউনিসিয়া, নাইজার, মালি, আলজেরিয়া ও বুরকিনা ফাসোতে স্থানীয় ও বিদেশি নাগরিকদের অপহরণ, মুক্তিপণ আদায় ও একের পর এক বোমা হামলা চালিয়ে আসছিল।

দ্রুকদেলকে ২০১৬ সালে ওয়াগাদৌগৌর একটি হোটেলে নৃশংস বোমা হামলারও মূল পরিকল্পনাকারী বলা হয়। বুরকিনা ফাসোর রাজধানীতে ওই হামলায় ৩০ জন নিহত ও প্রায় ১৫০ জন আহত হয়েছিল।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!