• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জনপ্রিয় হচ্ছে বিষমুক্ত সৌর আলোক ফাঁদ


বগুড়া প্রতিনিধি জুন ৩, ২০১৮, ০৫:০৬ পিএম
জনপ্রিয় হচ্ছে বিষমুক্ত সৌর আলোক ফাঁদ

বগুড়া : জেলার শেরপুর উপজেলায় কৃষকদের মাঝে সাড়া ফেলেছে পোকা দমনে সৌর আলোক ফাঁদ প্রযুক্তি। এর মাধ্যমে সবজি ক্ষেতে সৌর বিদ্যুতের সাহায্যে আলোর ফাঁদ ফেদে কার্যকরী ফল পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা।

কৃষকরা জানান, ক্ষতিকর কীটনাশকের পরিবর্তে সৌর আলোক ফাঁদ ব্যবহারের মাধ্যমে যেমন পরিবেশ রক্ষা পাবে তেমনি কীটনাশক ক্রয়ের বাড়তি খরচ সাশ্রয় হবে।

শনিবার দুপুরে (২ জুন) শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের ভীমজানি গ্রামে বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউড ব্রি কৃর্তক উদ্ভাবিত সোলার লাইট ট্রাপের মাঠ প্রদর্শনী ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানে কৃষকেরা এ তথ্য জানান।

উক্ত মাঠ প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউডের খামার যন্ত্রপাতি ও ফলনোত্তর বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মাদ আব্দুর রহমান, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্পের পিআই গোলাম কিবরিয়া ভূঞা, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা বিধান চন্দ্র নাথ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মনছুর আলী।

আরও উপস্থিত ছিলেন কৃষক নেতা মো. আজমল হোসেন, জনতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের স্বত্ত্বাধিকারী মো. ওয়ালীউল্লাহ অলি, কামাল মেশিন টুলসের স্বত্ত্বাধিকারী মো. কামাল হোসেন।

এ সময় বক্তারা বিষমুক্ত খাদ্য উৎপাদনে বেশি করে সৌর আলোক ফাঁদ (সোলার লাইট ট্রাপ) ব্যবহারের ওপর গুরত্বারোপ করেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!