• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জনপ্রিয়তার শীর্ষে উঠলো আরটিভি!


বিনোদন ডেস্ক জুন ৭, ২০২০, ১২:১০ পিএম
জনপ্রিয়তার শীর্ষে উঠলো আরটিভি!

ঢাকা: ঈদুল ফিতরে নানামাত্রিক বিনোদন অনুষ্ঠান ও নাটক প্রচারের মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে উঠলো বেসরকারি টিভি চ্যানেল আরটিভি। সদ্য প্রকাশিত টিআরপি (টেলিভিশন রেটিং পয়েন্ট) প্রতিবেদন থেকে বিষয়টি জানা যায়।

আরটিভি’র অনুষ্ঠান প্রযোজক ও চলচ্চিত্র সমন্বয়ক সুজন আহমেদ জানান, ৩৬টি একক নাটক, ৭ পর্বের ২টি ধারাবাহিক নাটক, ২টি গানের অনুষ্ঠান, একটি নৃত্যানুষ্ঠান এবং ১৪টি বাংলা চলচ্চিত্র দিয়ে সাজানো হয়েছিল এবারের ঈদ আয়োজনে। যেখানে একটি নাটক বা অনুষ্ঠানও পুরনো ছিলো না।

সদ্য শেষ হওয়া ঈদ উৎসবে আরটিভিতে প্রচার হওয়া আলোচিত নাটকের মধ্যে ছিল ‘বাইকার গার্ল’, ‘যমজ ১৩’, ‘নতুন ড্রাইভার’, ‘আমি পাগল বলছি’ প্রভৃতি। এর বাইরে ৭ পর্বের ‘ইস্কান্দারশাহ একজন সুপারস্টার’ বেশ জনপ্রিয়তা পায়।

প্রযোজক সুজন আহমেদ বলেন, দর্শকদের সঙ্গে কথা বলে জানতে পারি- করোনার কারণে অন্যান্য ঈদের তুলনায় এবার তারা টিভি দেখার সুযোগ বেশি পেয়েছে। অনেক চ্যানেল পুরনো নাটক এবং অনুষ্ঠান প্রচার করলেও আরটিভি তা করেনি। তাই আমাদের আয়োজন উপভোগ করেছে বেশিরভাগ মানুষ। এরজন্য আমরা দর্শকদের প্রতি কৃতজ্ঞ।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!