• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জনসন চার্লসকে উড়িয়ে আনল রাজশাহী কিংস


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ২২, ২০১৯, ০৪:৫৮ পিএম
জনসন চার্লসকে উড়িয়ে আনল রাজশাহী কিংস

ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের উপর আস্থা রেখেছে রাজশাহী কিংস। মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার আর মুমিনুল হকের মতো তরুণদের নিয়ে আস্থার প্রতিদান দিয়ে চলেছে পদ্মা পাড়ের দলটি। এরইমধ্যে সাতটি ম্যাচ খেলে তুলে নিয়েছে চারটি জয়। জয়ের ধারা বজায় রাখতে টপঅর্ডারের শক্তি বৃদ্ধি করতে ক্যারিবীয় দ্বীপ থেকে মারকুটে জনসন চার্লসকে উড়িয়ে এনেছে কিংস।

রাজশাহী কিংসের সহকারি কোচ মিজানুর রহমান বাবুল বলেন, শুরু থেকেই টপঅর্ডারে আমাদের কম্বিনেশন হচ্ছে না। আশা করি, এবার ঠিক হয়ে যাবে। আমাদের দলে চার্লস যোগ দিয়েছেন। প্রকট সমস্যাটা হয়তো এখন আমরা কাটিয়ে উঠতে পারব।

টপঅর্ডারের সমস্যা মেটাতে মেহেদি হাসান মিরাজকে ওপেনিংয়ে ও ওয়ানডাউনে প্রমোশন দিয়েছে রাজশাহী। সৌম্য সরকারকেও ব্যবহার করেছে। তবে দীর্ঘমেয়াদে সমাধান আসেনি।

তিনি যোগ করেন, আমাদের টপঅর্ডারে কম্বিনেশন হচ্ছিল না। তাই চার্লসকে আমরা নিয়ে এসেছি। প্রথম পাওয়ার প্লে'টা ব্যবহার করতে পারলে আমরা খুব ভালো করব। আমাদের বোলিং লাইনআপ শক্তিশালী। বোলাররা খুব ভালো করছে। সেক্ষেত্রে বড় সংগ্রহ দাঁড় করাতে পারলে ভালো করব।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!