• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জবিতে ছাত্রলীগের মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার বিতরণ


জবি প্রতিনিধি জুলাই ৯, ২০২০, ০৮:৫৫ পিএম
জবিতে ছাত্রলীগের মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার বিতরণ

ছবি: প্রতিনিধি

জবি: করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মহিউদ্দীন অনি এর পক্ষ থেকে মাস্ক, হ্যান্ড সেনিটাইজার এবং সচেতনামূলক প্রচরণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মচারী এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন পথচারীদের মাঝে মাস্ক, হ্যান্ড সেনিটাইজার এবং সচেতনামূলক প্রচারনা করা হয়।

এ বিষয়ে মহিউদ্দিন অনি বলেন,বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি আল-নাহিয়ান খান জয় ভাই, সাধারণ সম্পাদক লেখক ভট্টচার্য্য দাদার নির্দেশনায় করোনা ভাইরাস প্রতিরোধ মাস্ক এবং জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করছি।

এসময় তিনি আরো বলেন, আমি আশাকরি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নত সেবা ও চিকিৎসা দিয়ে মহামারি করোনা ভাইরাস প্রতিরোধ করতে পারবো।

সারাবিশ্বের মতো আমাদের দেশে করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাচ্ছে। এ কারণে সবাইকে আতংকিত না হয়ে পরিষ্কার-পরিচ্ছন্নসহ সচেতন হতে হবে।নিরাপদ দুরত্ব বজায় রাখতে হবে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!