• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জবিতে ‘স্বাধীনতায় বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভা


জবি প্রতিনিধি অক্টোবর ১, ২০১৮, ১০:২১ পিএম
জবিতে ‘স্বাধীনতায় বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভা

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ( জবি ) সাংস্কৃতি কেন্দ্রের আয়োজনে ‘স্বাধীনতায় বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভা ও বঙ্গবন্ধু শিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ অক্টোব) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।

এসময় তিনি বলেন, পড়াশুনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা খুবই জরুরি, কারন জঙ্গিবাদকে রুখে দিতে সাংস্কৃতিক চর্চা সহায়ক হিসেবে কাজ করবে। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ তরুনদের সামনে এগিয়ে নিতে কাজ করবে। এসময় আগামী জাতীয় নির্বাচন নিয়ে তরুণদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মো. মোকলেসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহা. আলপ্তগীন, চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. বজলুর রশিদ খান, বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেল।

আলোচনা অনুষ্ঠান শেষে নতুন ভবনের নিচতলায় ‘বঙ্গবন্ধু শিল্পকর্ম প্রদর্শনী-২০১৮’ এর উদ্বোধন ঘোষণা করেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।

এরপর দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত ৫০ জন শিল্পীর ৭০ টির বেশি শিল্পকর্মের মধ্যে প্রথম ছয়জনকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এসময় উপাচার্য মহোদয়সহ অন্যান্য অতিথিরা পুরো গ্যালারি পরিদর্শন করেন।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!