• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জবির সাংবাদিকতা বিভাগের শিক্ষা সফর


জবি প্রতিনিধি ফেব্রুয়ারি ২৬, ২০২০, ০৮:৪৪ পিএম
জবির সাংবাদিকতা বিভাগের শিক্ষা সফর

ছবি: সংগৃহীত

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) কুমিল্লার রাজেশপুর ইকো পার্ক ও ময়নামতি শালবন বিহার ঘুরে এলো বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা।

এই সফরে শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন বিভাগের চেয়ারম্যান ড. শাহ্ মো. নিসতার জাহান কবীর, অধ্যাপক ড.হেলেনা ফেরদৌসী, সহকারী অধ্যাপক মো.আশরাফুল আলম, লেকচারার মিঠুন মিয়া, জাকারিয়া খান, বর্ণনা ভৌমিক, আবু রায়হান সিদ্দিকী, মেহনাজ হক, রুম্মান সিকদার সহ বিভাগটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকালে রওয়ানা হয়ে কুমিল্লার রাজেশপুর ইকো পার্কে পৌঁছে বিভিন্ন স্থান পরিদর্শন করেন শিক্ষার্থীরা। ইকো পার্ক পরিদর্শন শেষে কোটবাড়ি কাশবন রিসোর্টে  প্রীতিভোজ ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। 

এরপরে ময়নামতি শালবন বিহার পরিদর্শন করেন শিক্ষার্থীরা। সেখানে বিহারটির পুরাতাত্ত্বিক বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন বিভাগের শিক্ষকরা। পরে সন্ধ্যা ৭টার দিকে ঢাকার উদ্দেশ্যে ফিরে আসে সফরের দলটি।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!