• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ড. কামাল


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২৬, ২০১৮, ০১:৪২ পিএম
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ড. কামাল

ফাইল ছবি

ঢাকা : জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন।

বুধবার (২৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে।

গণফোরামের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচনী প্রচারে ঐক্যফ্রন্ট নেতাকর্মীদের ওপর হামলা, নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে ঐক্যফ্রন্ট নেতাদের উত্তাপ নিয়ে ঐক্যফ্রন্টের সর্বশেষ অবস্থা জানানো হবে।

সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

সূত্র বলছে, সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার ‘অশোভন’ আচরণ, পক্ষপাতিত্ব ও পুলিশের প্রতি তার দরদ এবং প্রার্থীদের গ্রেফতারসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যূতে কথা বলবেন ড. কামাল হোসেন।

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তার সঙ্গে বসা বৈঠক থেকে বেরিয়ে আসেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। বৈঠক সিইসি ঐক্যফ্রন্টের শীর্ষ নেতার সঙ্গে অশোভন ও অভদ্রচিত আচরণ করেন বলে অভিযোগ ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!