• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জর্দানে ভয়াবহ আগুন, ২ পরিবারের ১৩ জন পুড়ে ছাই


আন্তর্জাতিক ডেস্ক ডিসেম্বর ২, ২০১৯, ০৩:৫৩ পিএম
জর্দানে ভয়াবহ আগুন, ২ পরিবারের ১৩ জন পুড়ে ছাই

ঢাকা: জর্দানে ভ্যালিতে প্রবাসীদের এক অস্থায়ী আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডে আট শিশুসহ ১৩ পাকিস্তানি প্রাণ হারিয়েছেন। সোমবার (২ ডিসেম্বর) দেশটির সিভিল ডিফেন্স দপ্তরের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স।

এ বিষয়ে সিভিল ডিফেন্সের মুখপাত্র ইয়াদ আল আমরে এক বিবৃতিতে জানান, রোববার রাতে জর্দান ভ্যালিতে প্রবাসীদের এক অস্থায়ী আবাসনে আগুন ধরে যায়। ওই ভবনে দুটি পাকিস্তানি পরিবার বাস করতো। তারা সেখানে কৃষিজমিতে শ্রমিক হিসাবে কাজ করতো।

বিষয়টি নিয়ে পাকিস্তানি সংবাদ মাধ্যম দুনিয়া নিউজ জানায়, রোববার দিনগত রাত ২টার দিকে রাজধানী আম্মান থেকে ৩০ কিলোমিটার দক্ষিণের গ্রামীণ এলাকার ওই আবাসনে অকস্মাৎ আগুন ধরে যায়। ওই অগ্নিকাণ্ডে মোট ১৩ পাকিস্তানি প্রাণ হারান। এদের মধ্যে আট শিশু, চারজন নারী এবং বাকি একজন পুরুষ। 

এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো বৈদ্যুতিক গোলযোগ থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। মধ্যপ্রোচ্যের দেশ জর্দানে বর্তমানে কয়েক হাজার পাকিস্তানি রয়েছে যাদের অধিকাংশই কৃষিশ্রমিক হিসাবে কাজ করে থাকেন।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!