• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাটকা ইলিশ ধরায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ


ফরহাদ খান, নড়াইল মে ২৩, ২০১৯, ০৩:৫৩ পিএম
জাটকা ইলিশ ধরায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

নড়াইল: জেলার কালিয়ায় নবগঙ্গা নদীতে জাটকা ইলিশ ধরার সময় ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ মে) দুপুর ১টার দিকে অবৈধ জাল পুড়িয়ে দেয়া হয়। তবে এ সময় জেলেদের আটক করা যায়নি।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা জানান, নড়াগাতি থানার মাউলি ইউনিয়নের চান্দেরচর এলাকায় নবগঙ্গা নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে জাটকা ইলিশ ধরার সময় ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে তা পুড়িয়ে দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে জেলেরা ট্রলারযোগে দ্রুত পালিয়ে যায়। এদের চিহিৃত করার চেষ্টা চলছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!