• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাতীয় দলে ইমরুলের ফর্ম হারানোর পেছনে সাংবাদিকরা!


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ১১, ২০১৯, ০৯:১০ পিএম
জাতীয় দলে ইমরুলের ফর্ম হারানোর পেছনে সাংবাদিকরা!

ঢাকা: ভারত সফরে গিয়ে টেস্ট অধিনায়ক মুমিনুল হক বলেছিলেন, সাংবাদিকরা প্রতিপক্ষের শক্তির কথা মনে করিয়ে দিয়ে চাপ সৃষ্টি করে। এবার ইমরুল কায়েসও সটান বলে দিলেন, জাতীয় দলে গিয়ে তিনি যে পারফর্ম করতে পারেন না তার পেছনেও রয়েছে সাংবাদিকরা। বিপিএলের উদ্বোধনীয় ম্যাচেই স্বভাববিরুদ্ধ ব্যাটিং করে ইমরুল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স জিতিয়েছেন। ব্যাট হাতে ৩৮ বলে খেলেছেন ৬১ রানের ইনিংস। তার ইনিংসের কল্যাণেই চট্টগ্রাম জিতেছে ৫ উইকেটে। 

এদিন ইমরুল চার নম্বরে নেমে খেলেছেন দৃষ্টিনন্দন সব শট। দাপট দেখিয়ে চাপের মধ্যে থাকা দলকে জিতিয়েছেন অনায়াসে। ৬৪ রানে চার উইকেট হারানোর পরও তার ব্যাটে ১৬৩ রান তাড়া করে জেতে চট্টগ্রাম। অথচ বিপিএলের ঠিক আগে ভারত সফরে চিত্র ছিল ভিন্ন। টেস্ট খেলতে যাওয়া ইমরুল পুরো সিরিজেই ধুঁকেছেন। আবার ভারত সফরের আগেও জাতীয় লিগে ডাবল সেঞ্চুরি এসেছে তার ব্যাটে। ঘরোয়া পর্যায়ে যে ছন্দে খেলেন, জাতীয় দলে কেন তা থাকে না। ম্যাচ সেরা হয়ে আসা ইমরুলকে এক সাংবাদিকদের প্রশ্ন ছিল এমনই। জবাবে ইমরুল দায় দিলেন সাংবাদিকদের এমন প্রশ্নেরই, ‘এই আপনাদের (সাংবাদিকদের) এই বলাটার (প্রশ্নের) জন্য আমি ফর্ম থেকে হারিয়ে যাচ্ছি। ফর্মে থাকতে থাকতে আমি ফর্ম থেকে হারিয়ে যাই।’

জাতীয় দলে রান না পাওয়ার পেছনে অবশ্য পরে আরেক কারণ জানিয়েছেন তিনি। ঘরোয়া পর্যায়ের টানা খেলার স্বাধীনতা জাতীয় দলে পাওয়া যায় না বলে ফর্ম ধরে রাখা কঠিন হয় তার জন্য, ‘জাতীয় দলে আমরা একটা বা দুইটা ম্যাচ খেলি। টেস্ট খেলের পর টি-টোয়েন্টি ম্যাচ খেলি। জাতীয় দলে এক ম্যাচ রান না করলে কঠিন। এখানে (বিপিএলে) আমি জানি সব ম্যাচ খেলব। এই স্বাধীনতা থাকলে রান করা সহজ হয়।’

সোনালীনিউজ/আরআইবি/এমএএইচ

Wordbridge School
Link copied!