• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ডের নাম ঘোষণা


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১, ২০১৮, ০৭:৫৬ পিএম
জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ডের নাম ঘোষণা

ঢাকা : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ পার্টির গঠনতান্ত্রিক ক্ষমতাবলে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনী কার্যক্রমে দলীয় পার্লামেন্টারি বোর্ডের সদস্যদের নাম ঘোষণা করেছেন।

বৃহস্পতিবার (১ নভেম্বর) এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

১১ সদস্যবিশিষ্ট এ বোর্ডে গঠনতন্ত্র অনুসারে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ- বোর্ডের চেয়ারম্যান এবং মহাসচিব বোর্ডের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ডের অন্য সদস্যরা হলেন- পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সুনীল শুভ রায়, আলহাজ আতিকুর রহমান ও মুজিবুর রহমান সেন্টু। জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২১-এর উপধারা ১,২ ও ৩ এবং ২০-এর ১/ক উপধারা অনুসারে পার্টির এই পার্লামেন্টারি বোর্ড গঠন করা হয়েছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!