• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জানুয়ারি থেকে বেতন পাবেন সাবিনা-মৌসুমিরা


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ২০, ২০১৮, ০৮:৫৬ পিএম
জানুয়ারি থেকে বেতন পাবেন সাবিনা-মৌসুমিরা

ছবি: বাফুফের সৌজন্যে

ঢাকা: দীর্ঘ দিন ধরে জাতীয় দলের অনুজ্জল পারফরম্যান্সে ফিফা র্যাংকিংয়ে দিনকে দিন পিছিয়ে পড়া বাংলাদেশের ফুটবলে আলো জ্বালিয়ে রেখেছে বয়স ভিত্তিক দলগুলো। তাদের মধ্যে এগিয়ে মেয়েরা। দক্ষিণ ও মধ্য এশিয়ায় নারী ফুটবলে একের পর এক লাল সুবজের পতাকা উড়িয়েছে বাংলাদেশের মেয়েরা। তার পুরষ্কারও পেয়েছে সাবিনা-মারিয়ারা। গণবভনে সংবর্ধ্বনার পাশাপাশি নারী ফুটবলারদের আর্ধিক পুরষ্কার দিয়েছেন প্রধানমন্ত্রী।  

এবার মাসিক বেতন পেতে যাচ্ছে সাবিনা, মৌসুমিরা। দেশের নারী ফুটবলের উন্নতির লক্ষ্যে মঙ্গলবার বাংলাদেশে ফুটবল ফেডারেশনের সঙ্গে ৬ বছরের চুক্তি করেছে ঢাকা ব্যাংক। চুক্তির আওতায় থাকা-খাওয়া লেখাপড়াসহ মেয়েদের মাসিক বেতন দেয়া হবে। আগামী জানুয়ারি থেকে মেয়েদের বেতনের আওতায় আনা হবে বলে জানিয়েছে বাফুফে। এ প্রসঙ্গে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন বলেন, ‘মেয়েদের বিভিন্ন ক্যাটাগোরিতে বেতন দেয়া হবে। সেক্ষেত্রে কেউ হয়তো বাদ পড়বে আবার কেউ নতুন ঢুকবে।’

শুধু তাই নয়, শিগগিরই শুরু হতে যাচ্ছে মেয়েদের ফুটবল লিগ। আগামী বছরের শুরুর দিকে মেয়েদের লিগ আয়োজনের উদ্যোগ নেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন বলেন, ‘নতুন বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে লিগ শুরু করার চেষ্টা করবো। লিগ শুরু হলেতো নারী ফুটবলেরই লাভ। যদি ১০ দলও অংশ নেয় তাহলে ২ শতাধিক মেয়েদের খেলার সুযোগ হবে।’

তবে এজন্য দেশের ক্লাবগুলোকে এগিয়ে আসতে হবে। এ প্রসঙ্গে বাফুফে সভাপতি বলেন, ‘মেয়েদের লিগ নিয়ে ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করেছি, আরো করবো। লিগের জন্য কমপক্ষে ৭/৮ টি ক্লাব থাকতে হবে। আমরা ঘোষণা দিলাম, দেখা গেলো ক্লাবগুলো খেললো না। এটা আরো খারাপ দেখাবে।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!