• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
রেমিট্যান্সে নতুন রেকর্ড

জানুয়ারিতে এসেছে ১৫৯ কোটি ডলার


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৪, ২০১৯, ০১:৫০ পিএম
জানুয়ারিতে এসেছে ১৫৯ কোটি ডলার

ঢাকা : এক মাসের হিসেবে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। জানুয়ারিতে তারা দেশে পাঠিয়েছেন ১৫৯ কোটি ডলারের রেমিট্যান্স, যা এক মাসের হিসাবে রেকর্ড। এর আগে ২০১৪ সালের জুলাই মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ১৪৯ কোটি ২৪ লাখ ডলার।

রোববার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স-সংক্রান্ত যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায়, ২০১৯ সালের প্রথম মাস জানুয়ারিতে যে রেমিট্যান্স এসেছে তা ২০১৮ সালের জানুয়ারির চেয়ে ১৫ দশমিক ২৫ শতাংশ এবং আগের মাস ডিসেম্বরের চেয়ে ৩২ দশমিক ২ শতাংশ বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০১৮ সালের প্রথম মাস জানুয়ারিতে ১৩৭ কোটি ৯৭ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। আর বছরের শেষ মাস ডিসেম্বরে এসেছিল ১২০ কোটি ২ লাখ ডলার। চলতি ২০১৮-১৯ অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে (সাত মাস) মোট ৯০৮ কোটি ১৩ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা ২০১৭-১৮ অর্থবছরের একই সময়ের চাইতে ৯ দশমিক ২৫ শতাংশ বেশি। আগের অর্থবছরের প্রথম সাত মাসে এসেছিল ৮৩১ কোটি ২০ লাখ ডলার।

এদিকে পঞ্জিকা বর্ষ হিসেবে ২০১৮ সালে দেশে মোট এক হাজার ৫৫৩ কোটি ৭৮ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা ২০১৭ সালের চেয়ে প্রায় ১৫ শতাংশ বেশি। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুসারে গতকাল রোববার পর্যন্ত রিজার্ভের পরিমাণ ছিল ৩১ দশমিক ৩৯ বিলিয়ন ডলার। ২০১৬ সালের পর রিজার্ভ ৩১ বিলিয়ন ডলারের নিচে নামেনি।

বর্তমানে এক কোটির বেশি বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন। তাদের পাঠানো অর্থ বাংলাদেশে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বাংলাদেশের জিডিপিতে রেমিট্যান্সের অবদান ১২ শতাংশের মতো।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!