• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাপার নতুন মহাসচিব রুহুল আমিন, বাবলুকে অব্যাহতি


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৯, ২০১৬, ০৩:১০ পিএম
জাপার নতুন মহাসচিব রুহুল আমিন, বাবলুকে অব্যাহতি

সোনালীনিউজ ডেস্ক
জাতীয় পার্টির (জাপা) নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য এবিএম রুহুল আমিন হাওলাদার।
মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তাকে এ দায়িত্ব দেন।
বর্তমান মহাসচিব প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে অব্যাহতি দিয়ে তাকে পুনরায় মহাসচিব করলেন এরশাদ।
এর আগে ২০১৪ সালের ১০ এপ্রিল রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব পদ থেকে অব্যাহতি দিয়ে জিয়াউদ্দিন বাবলুকে মহাসচিব হিসেবে নিয়োগ দেন পার্টির চেয়ারম্যান। সংবাদ সম্মেলনে এরশাদ বলেন, আমি রংপুরে দলের এক সভায় জিএম কাদেরকে দলের কো-চেয়ারম্যান ঘোষণা করায় দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়। রংপুরে জাতীয় পার্টির দূর্গ। এখানের নেতাকর্মীদের সম্মতিতেই জিএম কাদেরকে কো-চেয়ারম্যান করা হয়েছে। তাকে পরবর্তীতে দলের দায়িত্ব নিতে প্রস্তুত করা হচ্ছে। গত রোববার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদেরকে দলের কো-চেয়ারম্যান ঘোষণা করা হলে এর প্রতিক্রিয়ায় আরেকাংশ থেকে সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা দেয়।
ঢাকায় জাতীয় পার্টির সরকার সমর্থক সাংসদ ও সভাপতিমণ্ডলীর নেতাদের একাংশের ‘যৌথ সভা’ থেকে এরশাদের সিদ্ধান্তকে ‘গঠনতন্ত্রবহির্ভূত’ ঘোষণা দেয়া হয়। সেইসঙ্গে এরশাদের স্ত্রী বিরোধী দলীয় নেতা রওশনকে দলের ‘ভারপ্রাপ্ত চেয়ারপারসন’ করা হয়েছে বলে জানান পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। এরই পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিলেন এরশাদ।
সোনালীনিউজ/ঢাকা

Wordbridge School
Link copied!