• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাফরুল্লাহ চৌধুরীর অবস্থা অনেকটাই স্থিতিশীল


নিজস্ব প্রতিবেদক জুন ১, ২০২০, ১২:৩২ পিএম
জাফরুল্লাহ চৌধুরীর অবস্থা অনেকটাই স্থিতিশীল

ঢাকা: কোভিড-১৯ আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহর অবস্থা অনেকটাই স্থিতিশীল। তার শ্বাসকষ্ট কমে গেছে, এখন আর অক্সিজেন নিতে হচ্ছে না।

সোমবার (১ জুন) এই তথ্য জানান গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ।

তিনি বলেন, জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা রোববারের চেয়ে আজ তুলনামূলক ভালো রয়েছে। তিনি স্বাভাবিক অবস্থায় আছেন। সকালে তিনি খাবার খেয়েছেন। এখন তার শ্বাসকষ্ট কমেছে, অক্সিজেনও নিচ্ছেন না।

প্রবীণ এই মুক্তিযোদ্ধা এখন গণস্বাস্থ্য কেন্দ্রের হাসপাতালে রয়েছেন। অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্ত ডা. জাফরুল্লাহর ছেলে ও তার স্ত্রী বাসায় আছেন। গণস্বাস্থ্যের চিকিৎসকদের পরামর্শে বাসায় থেকে তারা চিকিৎসা নিচ্ছেন।

রোববার ডা.জাফরুল্লাহ চৌধুরী জানিয়েছিলেন, তার স্ত্রী ও ছেলে করোনায় আক্রান্ত হয়েছেন।

গত ২৫ মে জানা যায় গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেন।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!