• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জাবালে নূর বাসচালক ৭ দিনের রিমান্ডে


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১, ২০১৮, ০৪:২৪ পিএম
জাবালে নূর বাসচালক ৭ দিনের রিমান্ডে

ঢাকা: বিমানবন্দর এলাকায় বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার জাবালে নূর গাড়ির বাসচালক মাসুম বিল্লাহকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১ আগস্ট) ঢাকা মহানগর হাকিম এইচ এম তোয়াহা এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে, দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় তৃতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বুধবার (১ আগস্ট) সকাল থেকেই ইউনিফর্ম গায়ে ক্লাস বর্জন করে তারা মূল সড়কগুলোতে জড়ো হতে থাকে।

উত্তরার হাউজ বিল্ডিং, যাত্রাবাড়ীর চৌরাস্তাসহ ছড়িয়ে ছিটিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। এ সময় নিরাপদ সড়কের দাবিতে হাতে হাতে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে আন্দোলন করে তারা।

সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা ফার্মগেট এলাকায় সড়কে অবস্থান নিয়েছে। ফলে ওই রাস্তা  দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

এছাড়া সকাল নয়টার দিকে মোহাম্মদপুরে শিক্ষার্থীরা মিছিল বের করেছে। যাত্রাবাড়ী মোড়ে অবস্থান নিয়েছে ড. মাহবুবুর রহমান রহমান কলেজের শিক্ষার্থীরা। এর ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের অবরোধের কারণে গতকালের মতো আজও সারা ঢাকায় বাস কম দেখা যাচ্ছে। যানবাহন চলাচলে অচলাবস্থার ফলে বিপাকে পড়েছেন রাজধানীর মানুষ।

সকালে ঢাকার এসব এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেল। সব জায়গায় বাস নেই। দু-একটা বাস চললেও তাতে যাত্রীতে ঠাসা। এর ফলে অফিসমুখী যাত্রী, স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের পায়ে হেটে ও রিকশায় যেতে হচ্ছে। এজন্য তাদের গুণতে হচ্ছে বাড়তি টাকা।

সকালে ফার্মগেট এলাকা অবরোধ করে বিক্ষোভ করছে সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা। সকাল সাড়ে নয়টার দিকে তারা ফার্মগেট বাসস্ট্যান্ডে জড়ো হয়। এতে এই সড়কের যানচলাচল বন্ধ হয়ে যায়। দশটার দিকে তেজগাঁও থানা পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে শিক্ষার্থীরা রাস্তায় বসে পড়ে। এর আগে নিরাপদ সড়ক ও বেশ কয়েকটি দাবি নিয়ে মঙ্গলবার সারা দেশব্যাপী স্কুল কলেজগুলোতে বিক্ষোভের ডাক দেয় শিক্ষার্থীরা।

তেজগাঁও জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) আবু তৈয়ব মোহাম্মদ আরিফ বলেন, ‘মঙ্গলবারও তারা রাস্তায় বসেছিল। আমরা দ্রুত তাদের সরিয়ে দিয়েছিলাম। আজও তারা পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাস্তায় এসেছে। আমরা বোঝানোর চেষ্টা করছি, দ্রুত তারা রাস্তা ছেড়ে দিবে।’

এদিকে ফার্মগেট বাসস্ট্যান্ডে শিক্ষার্থীরা অবস্থায় নেওয়ায় কারওয়ান বাজার থেকে মহাখালি, কল্যাণপুরগামী সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

সকালে ড. মাহবুবুর রহমান রহমান কলেজের শিক্ষার্থীর যাত্রাবাড়ী মোড়ে অবস্থান নিয়েছে। শিক্ষার্থীরা ঘাতক দুই চালকের ফাঁসির দাবি ও নৌমন্ত্রীর পদত্যাগের দাবিতে শ্লোগান দিচ্ছেন। এর ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

শিক্ষার্থীদের সড়ক অবরোধের ফলে দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ। বাস না পেয়ে অনেকে পায়ে হেটে মন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এছাড়া রাস্তায় রিকশা চলাচল করলেও গুণতে হচ্ছে দিগুণের বেশি ভাড়া। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করছে।

সহপাঠীদের মৃত্যুর সঙ্গে জড়িত চালক ও হেলপারের যথোপযুক্ত শাস্তিসহ রাজধানীর সব চালকের ড্রাইভিং লাইসেন্স ও দক্ষতা নিয়ে গুরুত্ব দেওয়ার দাবি জানানো হয় আন্দোলন থেকে। শান্তিপূর্ণ অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ জানান তারা। তবে, সুস্পষ্ট কোনো আশ্বাস ছাড়া রাজপথ না ছাড়ার কথা জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!