• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাবি ভিসির বাসভবনের সামনে কনসার্ট চলছে


জাবি প্রতিনিধি নভেম্বর ৭, ২০১৯, ০৯:০৭ পিএম
জাবি ভিসির বাসভবনের সামনে কনসার্ট চলছে

জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উপাচার্য অপসারণের দাবিতে উপাচার্যের বাসভবনের পাশের রাস্তায় আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা প্রতিবাদী কনসার্ট শুরু করেছেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার পর শুরু হয় এই কনসার্ট।  এর আগে বুধবার রাত ৮টার দিকে চলমান আন্দোলন ঠেকাতে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও অফিস বা আবাসিক এলাকায় শিক্ষার্থীদের অবস্থানে নিষেধাজ্ঞা জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কিন্তু প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাত ৯টায় ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা মিছিল করেন। মিছিলটি উপাচার্যের বাসভবনের সামনে থেকে বের হয়ে পুরনো প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

দুর্নীতির অভিযোগে জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বিরুদ্ধে বেশ কিছু দিন ধরেই আন্দোলন চলছে।  তার অপসারণ দাবিতে সোমবার সন্ধ্যা ৭টা থেকে তাকে বাসভবনে অবরুদ্ধ করে রেখেছিলেন ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনরতরা।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!