• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জামায়াতকে বর্জনের আহ্বান


ঢাবি প্রতিবেদক ডিসেম্বর ২০, ২০১৮, ১২:১৩ এএম
জামায়াতকে বর্জনের আহ্বান

ঢাকা : জাতীয় ঐক্যফ্রন্ট থেকে জামায়াতকে বর্জন করে একাদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছে তরুণ প্রজম্ম।

বুধবার (১৯ ডিসেম্বর) বিকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের কাছে তারা এ আহ্বান জানান।  ‘যুদ্ধাপরাধী ও তাদের দোসরদের ভোট দেবেন না’ ব্যানারে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত তরুণরা এ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে তরুণরা বলেন, ‘‘জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে ‘নিষিদ্ধ’ জামায়াত যখন তাদের প্রতীকে নির্বাচনে অংশ নেয় তখন আমরা তরুণ প্রজম্ম হতাশ হই। আমরা ড. কামালের কাছে স্মারকলিপি দিয়েছি ঐক্যফ্রন্ট থেকে জামায়াতকে বাদ দেওয়ার জন্য।

যদি তিনি জামায়াতের সঙ্গ ত্যাগ করেন, তাহলে আমরা তরুণ সমাজ তাকে কথা দিয়েছি আমরা তার পাশে থাকবো। এ বিষয় নিয়ে আমরা তার সাথে কথা বলেছি। তিনি আমাদের কথা শুনেছেন এবং বলেছেন আমাদের তিনি পরে জানাবেন। কিন্তু এখনও আমরা তার পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া পাইনি।’’

তারা আরও বলেন, ‘আমরা তরুণরা জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহারে দেখে হতাশ হয়েছি। তারা বলেছেন, ক্ষমতায় গেলে তারা যুদ্ধাপরাধীদের বিচার করবেন। কিন্তু এটি আমাদের কাছে স্পষ্ট নয়। কারণ, তারা যুদ্ধাপরাধী দল জামায়াতকে নিয়ে নির্বাচন করছে। ঐক্যফ্রন্টও তাদের সঙ্গে কাঁধে কাঁধ রেখে নির্বাচন করছে। তাদের দলের বিচার তারা ক্ষমতায় গেলে কীভাবে করবে? আজকের মানববন্ধন থেকে তাদের কাছে সেই প্রশ্নটিও রাখতে চাই।’

তরুণরা বলেন, ‘আপনারা জানেন যে, যুদ্ধাপরাধীদের বিচার শুরু হওয়ার পর থেকে জামায়াতের নেতারা যুক্ত থাকায় তাদের নিবন্ধন বাতিল করেছে আদালত। কিন্তু, তাদের দলের ২২ জন ধানের শীষ প্রতীকে ঐক্যফ্রন্ট থেকে নির্বাচন করছে। আমাদের দাবি হলো, যারা ঐক্যফ্রন্টে রয়েছে তাদেরকে তারা দল থেকে বর্জন করবে।’  

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা ও কুমিল্লা চার আসনে ছাত্রলীগের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মাজহারুল কবির শয়নের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন টিএসসিভিত্তিক সংগঠন ফটোগ্রাফি সোসাইটির সভাপতি হিমু দাস, স্লোগান একাত্তরের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল রানা, চলচ্চিত্র সংসদের প্রচার সম্পাদক রায়হান হোসেন কামাল ।

এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন শহীদ সার্জেন্ট জহুরুল হক ছাত্রলীগের বিদায়ী কমিটির সহ-সভাপতি কামাল উদ্দীন রানা, রাজিবুল ইসলাম তানিম, বিজয় একাত্তর হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু ইউনূস এবং জসিম উদ্দী হল ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক ইমরান আহমেদ প্রমুখ।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!