• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জালভোট দেয়ার সময় প্রিসাইডিং অফিসার আটক


মানিকগঞ্জ প্রতিনিধি মার্চ ২৪, ২০১৯, ০১:৫৩ পিএম
জালভোট দেয়ার সময় প্রিসাইডিং অফিসার আটক

জালভোট দেয়ার সময় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় এক সহকারী প্রিসাইডিং অফিসার হাতেনাতে ধরা পড়েছেন। রোববার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জিয়নপুর ইউনিয়নে খাঁপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

আটক ওই কর্মকর্তার নাম রুহুল আমিন। তিনি দৌলতপুরের খোর্দ ছাতিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দৌলতপুর উপজেলা নির্বাচন অফিসার (ইউএনও) আবদুল মোমিন জানান, ব্যালট পেপার ছিঁড়ে জালভোট দিয়ে বাক্স ভরার চেষ্টা করছিলেন রুহুল আমিন। বিষয়টি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে তারা তাকে আটক করে। পরে বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে রুহুল আমিনকে আটক করা হয়।

উপজেলা নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে দৌলতপুর উপজেলায় আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!