• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
হাইকোর্টের রায়

জাহালমকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৩০, ২০২০, ০৪:৩৮ পিএম
জাহালমকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

ছবি: সংগৃহীত

ঢাকা: পাটকল শ্রমিক জাহালম বিনা দোষে দুদকের মামলায় ভুল আসামি হয়ে প্রায় তিন বছর কারাভোগ করায় তাকে ১ মাসের মধ্যে ১৫ লাখ টাকা ব্রাক ব্যাংককে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

এসময় আদালত বলেন, ব্যাংক কর্মকর্তারা নিজেদের বাঁচাতে যেনো তেনো ভাবে নিরাপরাধ জাহালমকে আবু সালেক হিসেবে ফাঁসিয়ে দেয়। এবং দুদকের কর্মকর্তারা আইন অনুযায়ী তাদের দায়িত্ব পালন করেনি।

আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। ব্র্যাক ব্যাংকের পক্ষে মামলার শুনানিতে অংশ নেন আইনজীবী আনিসুল হাসন। সোনালী ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী শেখ জাকির হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!