• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জি কে শামীমকে গুলশান থানায় হস্তান্তর


আদালদ প্রতিবেদক সেপ্টেম্বর ২১, ২০১৯, ০৪:২২ পিএম
জি কে শামীমকে গুলশান থানায় হস্তান্তর

ঢাকা : টেন্ডারবাজি, চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগে আটক যুবলীগ নেতা জি কে শামীম ও তার সাত দেহরক্ষীকে গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ৩টায় তাদের গুলশান থানায় হস্তান্তর করে র‌্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ডিউটি অফিসার এসআই মো. সাদেক।

তিনি জানান, তাদের বিরুদ্ধে তিনটি মামলার প্রস্তুতি চলছে।

এর আগে, গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানের নিকেতনের অফিসে অভিযান চালিয়ে থেকে তাকে র‌্যাব আটক করে। ওই অভিযানে এক কোটি ৮০ লাখ নগদ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ১৬৫ কোটি টাকার ওপরে এফডিআর (স্থায়ী আমানত), মার্কিন ডলার, মাদক ও আগ্নেয়াস্ত্র পাওয়া যায়।

র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, জি কে শামীমকে টেন্ডারবাজি, চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগে আটক করা হয়েছে।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, আমরা অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিয়েছি, কোর্টে তার বক্তব্য সঠিক হলে তিনি ছাড়া পাবেন।

তিনি আরো বলেন, আমরা তথ্য পেয়েছি তার নগদ টাকা অবৈধ উৎস থেকে এসেছে। কিন্তু এটা সত্য-মিথ্যা প্রমাণ করার দায়িত্ব তার। তিনি এটা কোর্টের সামনে প্রমাণ করবেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!