• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জিএম কাদেরের নেতৃত্বই মানছেন রওশনপন্থীরা


নিজস্ব প্রতিবেদক জুলাই ২০, ২০১৯, ০২:৩৭ পিএম
জিএম কাদেরের নেতৃত্বই মানছেন রওশনপন্থীরা

ঢাকা : জিএম কাদেরের নেতৃত্বই মেনে নিচ্ছেন জাতীয় পার্টির রওশনপন্থী নেতারা। তারা বলছেন, ঐক্যবদ্ধভাবেই দলের আগামী দিনের কার্যক্রম চলবে।

এদিকে দলের মধ্যে বিভেদ মীমাংসা করে এ বছরের ডিসেম্বরে জাতীয় কাউন্সিল করার কথা জানালেন নব ঘোষিত চেয়ারম্যান জিএম কাদের।

জন্মলগ্ন থেকেই নেতৃত্ব আর ক্ষমতার দ্বন্দ্বে জাতীয় পার্টি ভেঙেছে কয়েকবার। এরমধ্যে খোদ মূল ধারার অংশেও বিভক্তি ছিল এরশাদ জীবিত থাকা অবস্থায়।

বৃহস্পতিবার (১৮ জুলাই) জিএম কাদেরকে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান ঘোষণার সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না রওশনপন্থীদের নেতাদের কেউই।

এ নিয়ে দলের মধ্যে গুঞ্জন, আবারো কি ভাঙছে জাতীয় পার্টি। যদিও এ সম্ভাবনা উড়িয়ে দিয়ে রওশনপন্থী নেতারা বলছেন, জিএম কাদেরের নেতৃত্বেই ঐক্যবদ্ধ থাকতে চান তারা।

এদিকে, দলের তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ে মতবিরোধ ঘুচিয়ে সাংগঠনিক ধারাকে স্থিতিশীল করাই আপাতত চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নতুন চেয়ারম্যান জিএম কাদের।

জিএম কাদের বলেন, দলের দুর্বলতা কাঁটাতে যে পদক্ষেপ প্রয়োজন তা নেয়া হবে।

জিএম কাদের বলেন, আগামী ৩ মাসের মধ্যে জেলা কমিটিগুলো সচল করে এ বছরের ডিসেম্বরে দলের জাতীয় কাউন্সিল অ করার পরিকল্পনা রয়েছে তাদের।

তিনি বলেন, আমরা চেষ্টা করবো যথাসম্ভব দ্রুত কাউন্সিল করতে। তবে ডিসেম্বরের আগে সম্ভব হবে বলে মনে হয় না।

জাতীয় পার্টির রাজনৈতিক কৌশলে কোনো পরিবর্তন আসছে কিনা, সে বিষয়টি স্পষ্ট না করলেও জিএম কাদের বলেন, দেশের রাজনৈতিক শূন্যতা পূরণে কাজ করবে জাতীয় পার্টি।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!