• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জিততে ভুলেই গেছে মোহামেডান


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ৪, ২০১৯, ১০:০৪ পিএম
জিততে ভুলেই গেছে মোহামেডান

ছবি: বাফুফে

ঢাকা: শিরোপা তো দুরের কথা জিততেই যেন ভুলে গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ শুরু করলেও টানা হারের কবলে পড়েছে মতিঝিলের ঐতিহ্যবাহী দলটি। ঢাকায় হারের সেই ধারা সিলেটেও বজায় রয়েছে। সোমবার (৪ ফেব্রুয়ারি) সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছে তৃতীয় হারের স্বাদ পেয়েছে সাদাকালোরা।

মোহামেডানের হারের দিনে প্রিমিয়ার লিগে অভিষেক হয়েছে সিলেট জেলা স্টেডিয়ামের। নিজেদের হোম ভেন্যুতে মোহামেডানকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। এদিন ম্যাচের সপ্তম মিনিটে শেখ রাসেলকে এগিয়ে দেন নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল ওদুইন। ৪২ মিনিটে আরেক নাইজেরিয়ান উদুকা আলিসন ব্যবধান দ্বিগুণ করেন। ব্লুজরা গোলের শেষ উৎসব করে ৮৬ মিনিটে। ভুল পাস থেকে বল ধরে বক্সে ঢুকে ম্যাচের তৃতীয় গোল করেন উজবেকিস্তানের আজিজভ।

শেখ রাসেলের এটি তৃতীয় জয়। আর টানা তিন হারে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানেই রয়ে গেল মোহামেডান। এর আগে ময়মনসিংহে আরামবাগের কাছে ৪-১ গোলে হারে সাদাকালো খ্যাত দলটি। তারপর ঢাকায় ব্রাদার্সের কাছে ১-০ গোলে হার।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!