• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জিপিএ-৫ বেড়ে ৪১ হাজার ৮০৭


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৭, ২০১৯, ১০:৪৮ এএম
জিপিএ-৫ বেড়ে ৪১ হাজার ৮০৭

ঢাকা: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আবারও পাসের হার বেড়েছে। ২০১৯ খ্রিষ্টাব্দের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ সারা দেশে পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৬ দশমিক ৬৪ শতাংশ। এ বছর ৪৭ হাজার ৫৮৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গতবছর সংখ্যা ছিল ২৯ হাজার ২৬২ জন।

এ বছর ৮টি সাধারণ বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৮৫ শতাংশ। আট বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৪১ হাজার ৮০৭ জন পরীক্ষার্থী।

বুধবার (১৭ জুলাই) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে ফলের কিছু তথ্য তুলে ধরেন তিনি।

গত তিন বছরে উচ্চ মাধ্যমিকে ক্রমবর্ধমানভাবে পাসের হার কমছে। ২০১৬ খ্রিষ্টাব্দে উচ্চ মাধ্যমিকে এ পাসের হার ছিল ৭৪ দশমিক ৭০ শতাংশ। ২০১৭ খ্রিষ্টাব্দে পাসের হার ছিল ৬৮ দশমিক ৯১ শতাংশ।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!