• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জিম্বাবুয়েকে ভরসা দিচ্ছেন মাসাকাদজা


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ৩, ২০১৮, ১২:৩৭ পিএম
জিম্বাবুয়েকে ভরসা দিচ্ছেন মাসাকাদজা

ঢাকা: টসে জিতে ব্যাট করতে নেমে জিম্বাবুয়েকে ভালো শুরুই এনে দিয়েছিলেন দু’ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা ও ব্রায়ান চারি। ১০ ওভার অবধি নির্বিঘ্নে পার করে দিয়েছে ওপেনিং জুটি। তবে ১১ তম ওভারে চতুর্থ বলে চারিকে বোল্ড করে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দিলেন অফ স্পিনার তাইজুল ইসলাম। আনলাকি থার্টিনে কাটা পড়ে ফিরে গেলেন চারি।

এরপরই সবচেয়ে বড় আঘাতটা হেনেছেন সেই তাইজুলই। থিতু হও্য়ার আগেই ১৭ তম ওভারের দ্বিতীয় বলে শট লেগে দাঁড়িয়ে ব্রেন্ডন টেলরের (৬) ক্যাচ অসাধারণ দক্ষতায় লুফে নেন নাজমুল হোসেন শান্ত।

৪৭ রানে ২ উইকেট হারানো জিম্বাবুয়েকে মধ্যাহ্নভোজের আগে আর কোনও বিপর্যয়ে পড়তে দেননি মাসাকাদজা ও শন উইলিয়ামস। ক্যারিয়ারে ৩৫ তম ফিফটি তুলে নিয়ে মাসাকাদজা অপরাজিত আছেন ৫২ রানে। অনেকটা দেখেশুনে ৯৯ বলে নয় চার আর দুই ছক্কায় এই রান করেন জিম্বাবুয়ের অধিনায়ক। উইলিয়ামস ১৩ রান নিয়ে ব্যাট করছেন। মধ্যাহ্নভোজনের বিরততে যাওয়ার সময় জিম্বাবুয়ে ৩১ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৫ রান তুলেছে। ১৩ ওভার বল করে দুটি মেডেন দিয়ে ৪৩ রানের বিনিময়ে ২টি উইকেটই নিয়েছেন তাইজুল।

এই ম্যাচ দিয়ে বাংলাদেশের দু’জনের টেস্ট অভিষেক হয়েছে। এঁরা হলেন রংপুরের অলরাউন্ডর আরিফুল হক ও রাজশাহীর অফ স্পিনার নাজমুল ইসলাম। শুধু তাই নয়, দেশের অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক ঘটল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের। অভিষেক টেস্টকে স্মরণীয় করে রাখতে টস হয়েছে বিশেষ কয়েনে। টসের সময় বিশেষ স্মারকও উপহার দেওয়া হয় দুই দলের অধিনায়ককে। টেস্ট শুরুর আগে ঘন্টা বাজানো হয়েছে। এটি বাজিয়েছেন সাবেক অধিনায়ক আকরাম খান। লর্ডস বা ইডেন গার্ডেনে ঘন্টা বাজানোর রেওয়াজ থাকলেও বাংলাদেশের কোনও ভেন্যুতে ছিল না। সিলেট দিয়ে এর যাত্রা শুরু হলো।

বাংলাদেশ দল: লিটন দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন, মমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম ও আবু জায়েদ।


সোনালীনিউজ/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!