• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জিম্বাবুয়েকে ২১৮ রানে হারাল বাংলাদেশ


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ১৫, ২০১৮, ০২:০৮ পিএম
জিম্বাবুয়েকে ২১৮ রানে হারাল বাংলাদেশ

ঢাকা: পঞ্চম দিনের শুরুটা ভালোই হয়েছে বাংলাদেশের। চতুর্থ দিন জিম্বাবুয়ের ২ উইকেট ফেলে দিয়েছিলেন তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ। বৃহস্পতিবার সকালেই জিম্বাবুয়েকে ধাক্কা দিয়েছেন মোস্তাফিজুর রহমান। তাঁর বলে প্লেড অন হয়ে গেছেন শন উইলিয়ামস (১৩)।

১০০ রান পার হওয়ার আগেই তিন নম্বর উইকেট হারায় জিম্বাবুয়ে। উইলিয়ামসকে হারানোর ধাক্কা সামলে ওঠার আগে ফের আঘাত হানেন তাইজুল। মারতে গিয়ে ফিরতি ক্যাচ দিয়ে বসেন সিকান্দার রাজা (১২)।

দলীয় ১৯৬ রানে মিরাজের বলে ইমরুল কায়েসকে ক্যাচ দিয়ে ফিরে যান পিটার মুর (১৩)। এরপর শূন্য রানে রান আউটে কাটা পড়েন রিগিস চাকাবা। খানিকবাদে ফের আঘাত হানেন সেই মিরাজই। এবার তাঁর শিকারে পরিণত হন ডোনাল্ড ত্রিপানো। ৯ বল খেলে তিনি রানের খাতাই খুলতে পারেননি।

আশার প্রতিক হয়ে ছিলেন ব্রেন্ডন টেলর। তিনি ১০৬ রানে অপরাজিত থাকলেও বাকিরা তাঁকে সঙ্গ দিতে পারেননি। ফলে জিম্বাবুয়ে গুটিয়ে যায় ২২৪ রানে। ২১৮ রানে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ। টেলর তাঁর ইনিংসটি সাজিয়েছেন ১৬৭ বলে ১০টি চারের সাহায্যে।

৩৮ রানে ৫ উইকেট নিয়েছেন মিরাজ। ৯৩ রান দিয়ে তাইজুল পেয়েছেন ২ উইকেট। ১টি উইকেট মোস্তাফিজুর রহমানের।


সোনালীনিউজ/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!