• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জিয়ার জন্মদিন উপলক্ষে মাদ্রিদে দোয়া মাহফিল


কবির আল মাহমুদ, স্পেন জানুয়ারি ২৮, ২০২০, ০৩:৩০ পিএম
জিয়ার জন্মদিন উপলক্ষে মাদ্রিদে দোয়া মাহফিল

ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মদিন উপলক্ষে স্পেনের মাদ্রিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারী) রাতে রাজধানী মাদ্রিদের মেহমান খানা রেস্টুরেন্টে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা অবিলম্বে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন।

সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদ স্পেনের আহবায়ক মাহবুবুর রহমান ঝন্টু।

দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদ স্পেনের সদস্য সচিব জাকিরুল ইসলাম জাকির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন স্পেন বিনপির সাবেক উপদেষ্টা জিয়াউর রহমান খান জিয়া, স্পেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল, স্পেন যুবদলের সভাপতি রমিজ উদ্দিন, বিএনপি নেতা আব্দুল হামিদ সঞ্জু, সায়েম সরকার, আব্দুল মুতালিব বাবুল, মাসুদ রানা প্রমুখ।

সভায় বক্তারা  বলেন, ‘ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনের মাধ্যমে বিএনপির নেতা-কর্মীরা চাঙ্গা হয়েছেন। এর মধ্য দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন রাজপথে বেগবান হচ্ছে। সেই পথ বেয়েই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম হবে।

সভাপতির বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদ স্পেনের আহবায়ক মাহবুবুর রহমান ঝন্টু বলেন, দীর্ঘদিন থেকে স্পেন বিএনপির কমিটি ভেঙে দেয়ার পর এক অদৃশ্য কারণে নতুন কমিটির অনুমোদন এখনও আসেনি। এভাবেই প্রবাসের নেতাকর্মীদেরকে স্থবিরতায় ঠেলে দেয়া হয়েছে। এর ফলে আন্দোলন বেগবান করা যাচ্ছে না।

সভার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় খালেদা জিয়ার আশু রোগমুক্তি জন্যও দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিএনপির নেতা আব্দুল হামিদ সঞ্জু।

সোনালীনিউজ/কেএলএম/এসআই

Wordbridge School
Link copied!