• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জেল জীবনের অভিজ্ঞতা হিরো আলমের ভিডিওচিত্রে


বিনোদন প্রতিবেদক মে ২২, ২০১৯, ১২:২৪ পিএম
জেল জীবনের অভিজ্ঞতা হিরো আলমের ভিডিওচিত্রে

হিরো আলম

ঢাকা: জেল জীবনের অভিজ্ঞতা নিয়ে ভিডিওচিত্র তৈরি করেছেন হিরো আলম।  স্ত্রী সাদিয়া আক্তার সুমিকে মারধরের মামলায় জেলে গিয়েছিলেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। সেই জেলের জীবন কেমন ছিল? সোশ্যাল মিডিয়ায় যখন জনপ্রিয়, ভারতের বিভিন্ন স্থান থেকেও মঞ্চ শো-এর জন্য ডাক পড়ছিল, তখনই এমন কাণ্ডে জেলে যেতে হয়।

তবে নিজের পেশাগত কাজে সেই অভিজ্ঞতা কাজে লাগাচ্ছেন হিরো আলম। জেলের সেই তিক্ত অভিজ্ঞতা লিখে ফেলেছেন তিনি। শুধু তাই নয়, সেই সময়টাকে গানের মাধ্যমে নিয়ে আসছেন এবারের ঈদে। গানের নাম, ‘বগুড়া জেলে বন্দি হলাম ছেলে।’

হিরো আলম আশরাফুল আলম বলেন, ‘আমার নিজের জেল জীবনের অভিজ্ঞতা নিয়ে গান লিখেছি। আমি কেমন ছিলাম, কেমন সময় কেটেছে, আসলে জেলের ভেতরটা কেমন, জেল জীবন কেমন সেসব এই গানে উঠিয়ে আনার চেষ্টা করেছি। এছাড়াও মিউজিক ভিডিওর গল্পও লেখা হয়েছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে।’ 

গান লেখার পাশাপাশি গানের সুরও করেছেন তিনি। কণ্ঠ দিয়েছেন শাহীন। ভিডিওর পরিচালনা করেছেন মলিকুল ইসলাম। ঢাকার অদূরে ভিডিওচিত্রের শুটিং সম্পন্ন হয়েছে।

বগুড়া সদরের এরুলিয়া গ্রামের হিরো আলম পেশায় ক্যাবল অপারেটর বা ডিশ ব্যবসায়ী। পরবর্তীতে মিউজিক ভিডিও করে ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক পরিচিতি লাভ করেন। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন হিরো আলম। পরে কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন তিনি। তার এ প্রার্থীতা নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়।

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!