• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জেলের জালে ২০০ কেজির শঙ্কর মাছ!


বিচিত্র সংবাদ ডেস্ক মার্চ ২৫, ২০১৯, ০৬:০৮ পিএম
জেলের জালে ২০০ কেজির শঙ্কর মাছ!

ঢাকা: জেলের জালে ধরা পড়ল দৈত্যাকৃতির শঙ্কর মাছ। মাছটি পানি থেকে তোলার পর ওজন দিয়ে জানা গেল যার এর ওজন ২০০ কেজি। আয়তন ছিল ১০ ফুট বাই ১০ ফুট। এত বড় শঙ্কর মাছ আগে কখনও দেখেননি এলাকার মানুষ।

রোববার (২৪ মার্চ) রাতে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীতে এ মাছ ধরা পড়ে। এটিকে টেনে কাকদ্বীপের ৮ নম্বর এলাকার ৩ নম্বর জেটিঘাটে আনা হয়। সেখানে বিশালাকৃতির মাছটি দেখতে ভিড় জমান স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শঙ্কর মাছটি আয়তনে এত বড় ছিল যে, এটিকে দুজনে মিলেও নৌকায় তুলতে পারেননি। শেষ পর্যন্ত তারা মাছটিকে নৌকার ধারে বেঁধে, নদীর জলে ভাসিয়ে ৩ নম্বর জেটিঘাটে নিয়ে আসেন। নদী থেকে প্রায় ১২ জন মিলে মাছটিকে নদীর পাড়ে তোলেন।

রোববার (২৪ মার্চ) রাতে কাকদ্বীপের বাসিন্দা দুখিরাম দাস এক সঙ্গীকে সঙ্গে নিয়ে ছোট ডিঙ্গি নৌকায় করে মুড়িগঙ্গা নদীতে মাছ ধরতে যান। গভীর রাতে তারা যখন নদীতে জাল ফেলেন, সেই সময় ওই জালে মাছটি ধরা পড়ে। জাল নড়ানড়া বন্ধ হয়ে গেলে প্রথমে তারা ভয় পেয়ে যান। পরে মাছের অস্তিত্ব অনুভব করে নিশ্চিত হন।

এ বিষয়ে জেলে দুখিরাম দাস জানান, বহুদিন হলো মাছ ধরছেন, কিন্তু এত বড় মাছ আগে কখনও দেখেননি।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!