• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জোড়া লাগা সেই দুই বোন আলাদা হয়ে ঘরে ফিরল


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ৮, ২০১৯, ০২:৪৬ পিএম
জোড়া লাগা সেই দুই বোন আলাদা হয়ে ঘরে ফিরল

ঢাকা : ২০ মাস আগে পরস্পরের কাঁধ ও লিভার জোড়া লাগা অবস্থায় জন্ম হয় দুই বোন নিমা ও দাওয়ার। অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করার জন্য তাদেরকে গত নভেম্বরে অস্ট্রেলিয়ার মেলবোর্নের রয়েল চিলড্রেন হাসপাতালে নেয়া হয়।

সফল অস্ত্রপাচার শেষে আলাদা করা সম্ভব হয়েছে তাদের। চার মাস হাসপাতালে থাকার পর সুস্থভাবে বাবা-মায়ের সঙ্গে নিজের দেশ ভুটানে ফিরেছে তারা।

অস্ত্রোপচারের জন্য মেলবোর্নের রয়েল চিলড্রেন হাসপাতালে ২৫ ডাক্তারের সমন্বয়ে একটি মেডিকেল টিম গঠন করা হয়। দীর্ঘ ৬ ঘন্টা অপারেশন শেষে শিশু দু’টিকে আলাদা করতে সক্ষম হয় তারা।

চিলড্রেন ফার্স্ট ফাউন্ডেশনের সহায়তায় অস্ত্রোপচারের জন্য তাদেরকে অস্ট্রেলিয়া নেয়া হয়। মায়ের সঙ্গে ২২ ঘন্টার ফ্লাইটে আলাদা সিটে বসে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরে নিমা ও দাওয়া। এখন তারা নিজ বাড়িতে। দুই বোন যে যার মতো চলাফেরা করতে পারছে।

দুই মেয়েকে নিয়ে প্রার্থনার জন্য স্থানীয় বৌদ্ধ মন্দিরে যান বাবা সোনম থেরিং। দুই মেয়েকে আলাদা করতে পারার বিষয়টিকে 'অলৌকিক ঘটনা' বলে মনে করছেন তিনি।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!