• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জ্বরে শেরপুরে একজনের মৃত্যু, আশপাশের বাড়ি লকডাউন


শেরপুর প্রতিনিধি মার্চ ৩০, ২০২০, ১১:৪০ এএম
জ্বরে শেরপুরে একজনের মৃত্যু, আশপাশের বাড়ি লকডাউন

ফাইল ছবি

শেরপুর: জ্বর এবং শ্বাসকষ্টে তিন দিন ভোগার পর শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ পলাশীকুড়া গ্রামে একজনের মৃত্যু হয়েছে। রোববার (২৯ মার্চ) দিবাগত রাতে মারা গেছেন ওই ব্যক্তি।

তিনি করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে ওই বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি ‘লকডাউন’ ঘোষণা করেছে প্রশাসন।

এদিকে, ওই ব্যক্তির করোনা পরীক্ষার জন্য আইইডিসিআরে যোগাযোগ করা হচ্ছে। সোমবার (৩০ মার্চ) নমুনা সংগ্রহের পর ওই ব্যক্তির দাফন ও জানাজা হবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. এ কে এম আনওয়ারুর রউফ।

এর আগে ময়মনসিংহের ভালুকা থেকে গত তিন দিন আগে ওই ব্যক্তি জ্বর-শ্বাসকষ্ট নিয়ে নালিতাবাড়ীর গ্রামের বাড়িতে এসেছিলেন বলে জানিয়েছেন ইউএনও আরিফুর রহমান। ভালুকায় তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা যায়।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!