• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জয় দিয়ে মৌসুম শুরু চেলসির


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১৫, ২০২০, ১২:১৬ পিএম
জয় দিয়ে মৌসুম শুরু চেলসির

ঢাকা: নতুন মৌসুমে চেলসির কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের লক্ষ্য শিরোপা। লক্ষ্য এমন হওয়ার পেছনে কারণও আছে। ২০০ মিলিয়ন পাউন্ডের বেশি খরচ করে টিমো ভেরনার, কাই হাভার্তজ, হাকিম জিয়াচিচ, বেন চিলওয়েলকে দলে ভিড়িয়েছে ব্লুরা। নতুনদের মধ্যে গতকাল শুধু ভেরনার ও হাভার্তজেরই অভিষেক হয়েছে প্রিমিয়ার লিগে। তাদের অভিষেকের দিনে লিগে জয় দিয়েই যাত্রা শুরু করেছে চেলসি। ব্রাইটনকে ৩-১ গোলে হারিয়েছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল। 

নতুন সাইনিং টিমো ভেরনারের কল্যাণেই শুরুতে এগিয়ে যাওয়ার রসদ পায় চেলসি। ২৩ মিনিটে ব্রাইটন গোলপিকার ম্যাট রায়ান বিপজ্জনক অঞ্চলে ফেলে দেন ভেরনারকে। পেনাল্টি পাওয়ার পর স্পট কিক থেকে শুরুর লিড এনে দেন জর্জিনিও।

প্রথমার্ধ পর্যন্ত চেলসি আধিপত্য ধরে রাখলেও সেই ধারায় ছেদ পরে দ্বিতীয়ার্ধের ৯ মিনিট পর। ব্রাইটনকে সমতায় ফেরান ট্রোসার্ড। এর দুই মিনিট পর অবশ্য পুনরায় ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় চেলসি। রিস জেমসের রকেট গতির শট স্কোর লাইন করে ২-১। ১০ মিনিট পর এই জেমসের কর্নার থেকেই চেলসির তৃতীয় গোলটি করেন জুমা। যদিও গোলটি হয়েছিল ব্রাইটন সেন্টারব্যাক অ্যাডাম ওয়েবস্টারের ভুলে। তার পায়ে লেগে দিক পাল্টানোর পরেই বল জড়ায় জালে।

শক্তি বাড়ানোর পর চেলসির অবস্থাটা কেমন দাঁড়িয়েছে তা বোঝা যাবে রবিবার। সেদিন লিগ চ্যাম্পিয়ন লিভারপুলের মুখোমুখি হবে চেলসি।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!