• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জয় দিয়ে সিলেটের ‘অভিষেক’ রাঙাতে চান মাহমুদউল্লাহ


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ২, ২০১৮, ০৯:৪২ পিএম
জয় দিয়ে সিলেটের ‘অভিষেক’ রাঙাতে চান মাহমুদউল্লাহ

ঢাকা : সাকিব আল হাসান ও তামিম ইকবাল নেই জিম্বাবুয়ে সিরিজে। তাদের অনুপস্থিতিতে যারা জায়গা পাবেন তাদের জন্য এটা দারুন সুযোগ। তবে অধিনায়ক মাহমুদউল্লাহ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সম্ভাব্য সেরা একাদশ নিয়েই তিনি মাঠে নামবেন।

শনিবার সকাল সাড়ে ৯টায় দেশের অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হতে চলেছে সিলেটের। নতুন চ্যালেঞ্জ কাঁধে বর্তেছে মাহমুদউল্লাহর। সেই চ্যালেঞ্জে উতরে যেতে সেরা একাদশ নিয়ে নামতে চাইছেন অধিনায়ক,‘ প্রথম ম্যাচে আমরা সম্ভাব্য সেরা একাদশ নিয়ে খেলব। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি যে ফরম্যাটই হোক, প্রথম ম্যাচ সব সময়ই গুরুত্বপূর্ণ। আর আমরা সব সময় বিশ্বাস করি যে, আমাদের শুরুটা যখন ভালো হয়, আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারি। তো সেরা একাদশটিই খেলার সুযোগ পাবে। কোনো পরীক্ষা-নিরীক্ষা হলে সেটা দ্বিতীয় টেস্টে হতে পারে।’

দলের কম্বিনেশন কেমন হবে সেটা নিয়ে আগাম কোনও ইঙ্গিত দিলেন না মাহমুদউল্লাহ। বরং তিনি রহস্য রেখে দিলেন,‘ আজ(শুক্রবার) সকালে উইকেট দেখেছি। আগামীকাল (শনিবার) সকালেও দেখব। কিছুটা ড্রাই আছে এই মুহূর্তে। মাঝে কিছু ঘাস রয়েছে। তবে এই মুহূর্তে আমরা খুব একটা নিশ্চিত করে কিছু বলতে পারছি না। তবে আমরা দুই পেসার ও দুই স্পিনার কিংবা তিন স্পিনার ও এক পেসার নিয়েও খেলতে পারি।’

প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম, আরিফুল হক ও খালেদ আহমেদ। তাদের টেস্ট দলে সুযোগ পাওয়ায় অবাক নন মাহমুদউল্লাহ,‘ আমার মনে হয়, ওরা যেভাবে পারফরম্যান্স করছে টেস্ট স্কোয়াডে তাদের একটা সুযোগ প্রাপ্য। অপু-মিঠুন দুজনই সাম্প্রতিক সময়ে বেশ ভালো ফর্মে আছে। ওই আত্মবিশ্বাসটা যদি টেস্ট ক্রিকেটে নিয়ে আসতে পারে তাহলে ওরা ভালো করতে পারবে।’

শনিবার সকালেই একাদশ সাজাবে বাংলাদেশ। তখনই বোঝা যাবে কার মাথায় উঠতে যাচ্ছে টেস্ট ক্যাপ। মাহমুদউল্লাহ বলেন,‘  (আবু জায়েদ) রাহি ওয়েস্ট ইন্ডিজ সফরেও বেশ ভালো পারফর্ম করেছে। আমি মনে করি, সে সুযোগ পাওয়ার দাবিদার। আর খালেদ বাংলাদেশের জন্য সম্ভাবনাময় তরুণ পেসার। তার বলে গতি আছে আর সুইংও করাতে পারে। সে ভবিষ্যতের জন্য খুব ভালো সম্পদ হতে পারে।

দেশের কোনও টেস্ট ভেুন্যতে বাংলাদেশ অভিষেক টেস্ট  জিততে পারেনি। এবার দারুন একটা সুযোগ তৈরি হয়েছে সিলেটে। মাহমুদউল্লাহও চাইছেন জয় দিয়ে সিলেটের অভিষেক রাঙাতে, ‘এই ভেন্যু অনেক সুন্দর। আমরা সবাই জয় দিয়ে এই ভেন্যুর টেস্ট অভিষেক উদযাপন করতে চাইব।’

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!