• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জয়ের পর শেষ দিনে তাকিয়ে মাশরাফিরা


ক্রীড়া প্রতিবেদক জুন ৭, ২০১৬, ০৬:৪৯ পিএম
জয়ের পর শেষ দিনে তাকিয়ে মাশরাফিরা

ম্যাচ শেষের আনুষ্ঠানিক ঘোষণা তখনও আসেনি। তবে তুমুল বৃষ্টিতে তখন শের-ই-বাংলার যা অবস্থা, তাতে ক্রিকেট নয়, সাঁতার ভালো হয়! জয় নিশ্চিত ধরে নিয়েই মাশরাফি বিন মুর্তজা বললেন, যাক, অন্তত ১২ পয়েন্ট নিয়ে লিগ শেষ করতে পারলাম!

আনুষ্ঠানিক ঘোষণা এলো খানিক পর। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ২৯ রানে জিতেছে কলাবাগান ক্রীড় চক্র। তবে মাশরাফি হয়ত নিজেদের আগাম সান্ত্বনা দিতেই ধরে নিয়েছেন ‘লিগ শেষ’। আসলে বেঁচে আছে তাদের সুপার লিগ সম্ভাবনা। সেজন্য অবশ্য শেষ রাউন্ডের শেষ দিনে হারতেই হবে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। আর পক্ষে আসতে হতে পারে অন্য সমীকরণও।

ম্যাচ জয়ের কাজ আগের দিনই খানিকটা এগিয়ে রেখেছিল কলাবাগান ক্রীড়া চক্র। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৩৫ রান তুলতেই কলাবাগান ক্রিকেট একাডেমি হারিয়েছিল ৪ উইকেট। মঙ্গলবার খেলা শুরু হতেই একাডেমি হারায় তাপস ঘোষকে। ৫ উইকেট ৩৫! ষষ্ঠ উইকেটে মেহেদি হাসান মিরাজ ও নুরুজ্জামান যোগ করেন ৪০ রান। ২২ রান করা মিরাজকে ফিরিয়ে এই জুটি ভেঙেছেন অফ স্পিনার শরিফুল্লাহ।

সাতে নামা নুরুজ্জামান ৪২ রান করে একাডেমির রানকে নিয়ে যান ১২৮ পর্যন্ত। রান তাড়ায় জসিমউদ্দিনকে (০) শুরুতেই হারায় ক্রীড়া চক্র। তবে প্রয়োজনীয় রান রেট ধরে রাখা নিশ্চিত করেন হাসানুজ্জামান। আগের ম্যাচে ৮ ছক্কায় ৫৩ বলে ৯৫ রানের চমক জাগানিয়া ইনিংস খেলা হাসান এদিনও দারুণ ব্যাট করে জানিয়ে দেন, ওই ইনিংস হঠাৎ ঘটে যাওয়া নয়। ব্যাটিং দুরূহ উইকেটেও খেলেছেনে দারুণ কিছু শট। লং অন দিয়ে মেরেছেন একটি বিশাল ছক্কা, লং অফ দিয়ে আরও দুটি। সঙ্গে আরও ৩টি চারে করেছেন ৫৭ বলে ৪৭।

আবু জায়েদকে উড়িয়ে মারতে গিয়ে হাসান ক্যাচ দিয়েছেন কাভারে। পরের ওভারে আবু জায়েদ ফিরিয়ে দেন মেহরাব জুনিয়রকেও। তবে জিততে সমস্যা হয়নি ক্রীড়া চক্রের। ২৩ ওভারে রান যখন ৪ উইকেটে ৯১, বৃষ্টিতে শেষ হয় খেলা। ডাকওয়ার্থ-লুইসে তখন বেশ এগিয়ে মাশরাফির দল। একাডেমি হারলেও দারুণ বোলিং করেছেন পেসার আবু জায়েদ। ৭ ওভারে ১৪ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট, তাকে সহজে খেলতে পারেনি কেউই।

৩ উইকেট নিয়ে এবারের লিগে প্রথমবার ম্যাচ সেরা হয়েছেন অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক। আগের দিন ৭ ওভারে ১৩ রান দিয়ে ২ উইকেট নেওয়া মাশরাফি এদিন আর বলই হাতে নেননি। ম্যাচ শেষে মাশরাফি হাসতে হাসতে বললেন, দেখলেন তো, হাসানের ব্যাটিং ফ্লুক নয়!

হাসানের ব্যাটিং আর মাশরাফির বোলিং এবারের লিগে আরও দেখা যাবে কিনা, উত্তর মিলবে শেষ রাউন্ডে।

সংক্ষিপ্ত স্কোর:

কলাবাগান একাডেমি: ৩৯.২ ওভারে ১২৮ (শুক্কুর ৬, মায়শুকুর ১৭, সাক্সেনা ১, মাহমুদুল ৮, মিরাজ ২২, তাপস ০, নুরুজ্জামান ৪২, প্রসেঞ্জিত ৬, বিশ্বনাথ ৬, নূর ১৫, আবু জায়েদ ০; শরিফুল্লাহ ১/২২, মাশরাফি ২/১৩, সাব্বির ১/২০, রাজ্জাক ৩/২৮, শাহবাজ ২/৪৩, তানভির ১/২)।

কলাবাগান ক্রীড়া চক্র: ২৩ ওভারে ৯১/৪ (জসিমউদ্দিন ০, হাসানুজ্জামান ৪৭, তাসামুল ১৭, ডোগরা ১৫*, মেহরাব ৩, তানভির ১*; আবু জায়েদ ২/১৪, নূর ১/১৪, বিশ্বনাথ ০/১২, সাক্সেনা ০/১১, মাহমুদুল ০/২৮, মিরাজ ০/১২)।

ফল: ডাকওয়ার্থ-লুইসে কলাবাগান ক্রীড়া চক্র ২৯ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: আব্দুর রাজ্জাক।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!