• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঝালকাঠিতে খাল খননের কাজ উদ্বোধন


ঝালকাঠি প্রতিনিধি ডিসেম্বর ২৭, ২০১৮, ০১:৪৮ পিএম
ঝালকাঠিতে খাল খননের কাজ উদ্বোধন

ঝালকাঠি : ঝালকাঠি সদরে বাউকাঠি হাট থেকে কীত্তিপাশা ভিমরুলী বাজার পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার খাল খননের কাজ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৬ ডিসেম্বর) বেলা ১১ টায় ভীমরুলী বাজারে প্রধান অতিথি হিসেবে এর শুভ উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রনালয়ের হাওর প্রকল্পের পরিচালক (অর্থ ও প্রশাসন) যুগ্ম সচিব মো. নুরুল আমিন।

ডিসি মো. হামিদুল হকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ঢাকা ভূগর্বস্থ পানি বিভাগের পরিচালক ড. আনোয়ার জাহিদ, পাউবো বরিশাল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রমাজান আলী প্রামানিক ও ঝালকাঠি পাউবোর নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান।

ছোট নদী , খাল ও জলাশয় পুনখনন প্রকল্পের আওতায় ঝালকাঠিতে এ খালটিসহ মেটি ৫টি খাল খনন করা হবে।

এর মধ্যে জীবনানন্দের রূপসী বাংলার ধানসিঁড়ি খালটিও খনন করা হবে। এ কাজে ব্যায় হবে ৬ কোটি ৭০ লাখ টাকা। সারা দেশে ৬৪ জেলায় পনি উন্নয়ন বোর্ড এ কাজ বাস্তবায়ন করবে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!