• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঝালকাঠির তিন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


ঝালকাঠি প্রতিনিধি নভেম্বর ১, ২০১৮, ০৫:২১ পিএম
ঝালকাঠির তিন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঝালকাঠি: সারাদেশের বিভিন্ন প্রকল্পের সঙ্গে ঝালকাঠির তিনটি প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১ নভেম্বর) সকালে ঝালকাঠি ডিসি কার্যালয়ে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে জেলার কাঁঠালিয়া উপজেলায় হলতা নদীর উপর ২ দশমিক ৬৫ কিলোমিটর সেতু এবং রাজাপুর উপজেলায় ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এছাড়া শতভাগ বিদ্যুতায়িত উপজেলা হিসেবে জেলা সদরের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

প্রকল্প উদ্বোধন উপলক্ষে পরে জেলা শহরে আনন্দ র‌্যালি বের হয়। ডিসি, পুলিশ সুপার, আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উদ্বোধনী অনুষ্ঠান ও র‌্যালিতে উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!